মুক্তিযুদ্ধের আলোচিত ৭ গ্রন্থ
মুক্তিযুদ্ধের পর থেকে এর প্রেক্ষাপট নিয়ে বাংলা সাহিত্যে অনেক গ্রন্থ রচিত হয়েছে। এর মধ্য থেকে ৭টি আলোচিত গ্রন্থ নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
একাত্তরের দিনগুলি : শহীদ জননী জাহানারা ইমাম ইমামের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ ‘একাত্তরের দিনগুলি’ গ্রন্থটি নতুন প্রজন্মের কাছে যুগে যুগে মুক্তিযুদ্ধের দলিল হয়ে থাকবে। এর পাঠক প্রিয়তা ক্রমেই বাড়ছে।
-
আমি বীরাঙ্গনা বলছি : খ্যাতিমান শিক্ষাবিদ ও সাহিত্যিক নীলিমা ইব্রাহিম মুক্তিযুদ্ধে এদেশের নারীদের অবদানের এ গ্রন্থের মাধ্যেমে কথা তুলে ধরেছেন।
-
একাত্তরের ডায়েরী : বাংলা সাহিত্যের অন্যতম কবি বেগম সুফিয়া কামাল তার রচিত ‘একাত্তরের ডায়েরী’ গ্রন্থের জন্য অমর হয়ে আছেন। এতে তিনি মুক্তিযুদ্ধে নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন।
-
আমি বিজয় দেখেছি : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্রের উপস্থাপক ও অন্যতম সংগঠক এমআর আকতার মুকুল ‘আম বিজয় দেখেছি’ গ্রন্থের জন্য বিখ্যাত হয়ে আছেন। এ গ্রন্থে তার দেখা ১৯৭১ সালের অগ্নিঝরা দিনগুলোর কথা বর্ণনা করেছেন।
-
নিষিদ্ধ লোবান : বাংলা সাহিত্যের সব্যসাচী সৈয়দ শামসুল হক তার রচিত নিষিদ্ধ লোবান গ্রন্থের জন্য কালজয়ী মুক্তিযুদ্ধের গ্রন্থ রচয়িতার তালিকায় স্থান পেয়েছে। তার এ উপন্যাস অবলম্বনে ‘গেরিলা’ নামের একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। এটি তুমুল জনপ্রিয়তা লাভ করেছে।
-
হাঙর নদী গ্রেনেড : সেলিনা হোসেনের পাঠক নন্দিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘হাঙর নদী গ্রেনেড’ অবলম্বনে চলচ্চিত্রও নির্মাণ করা হয়েছে। চলচ্চিত্রটিও সবার কাছ থেকে প্রশংসা লাভ করেছে।
-
জোসনা ও জননীর গল্প : বাংলা সাহিত্যের কিংবদন্তিতুল্য জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কয়েকটি উপন্যাস ও গল্প লিখেছেন। এর মধ্যে ‘জোসনা ও জননীর গল্প’ উপন্যাসটি ব্যাপক পাঠক প্রিয়তা লাভ করেছে।