দেশপ্রেমে প্রোজ্জ্বল শিখা চিরন্তন
মহান মুক্তিযুদ্ধের অনন্য স্থাপনা শিখা চিরন্তন আমাদের দেশপ্রেমের চেতনায় উদ্দীপ্ত করে। এ শিখা চিরন্তন নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
আমাদের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিকে বুকে ধারণ করে তৈরি করা হয়েছে শিখা চিরন্তন। দিন-রাত জ্বলছে এই অগ্নিশিখা, জ্বলে জ্বলে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে দেশপ্রেমের অমীয় বার্তা। ছবি : মাহবুব আলম
-
শিখা চিরন্তন এলাকায় নির্মিত হয়েছে স্বাধীনতার আরও একটি অনন্য স্থাপনা স্বাধীনতা স্তম্ভ। ছবি : মাহবুব আলম
-
শিখা চিরন্তন রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত মুক্তিযুদ্ধের একটি স্মরণ স্থাপনা। ১৯৭১ সালের ৭ মার্চ জাতির পিতা শেখ মুজিবর রহমান এই স্থানটিতে দাঁড়িয়ে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেন। ছবি : মাহবুব আলম
-
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দলিল স্বাক্ষরের এই স্থানটিকে স্মরণীয় করে রাখতে ১৯৯৬ সালে শিখা চিরন্তন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এ উপলক্ষে ১৯৯৭ সালের ৭ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখা চিরন্তন প্রোজ্জ্বলন এবং দেশব্যাপী শোভাযাত্রার উদ্বোধন করেন। ছবি : মাহবুব আলম
-
আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে এই স্থাপনাগুলো থাকায় নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা অনেক আনন্দিত। তাদের প্রত্যাশা এভাবেই দেশের অন্যত্রও মুক্তিযুদ্ধের স্মৃতিময় স্থানে চিহ্নিত করা উচিত। ছবি : মাহবুব আলম