দিন-রাত চলছে পদ্মা সেতুর নির্মাণ কাজ
অবিরাম চলছে পদ্মা সেতুর কাজ। এ সেতু নির্মিত হলে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশা পূরণ হবে।
-
নির্দিষ্ট কর্মপরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে দেশের সর্ববৃহৎ প্রকল্প পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজ। সেতু নির্মাণে বিশাল কর্মযজ্ঞ চলছে পদ্মা নদীর দুই পাড়ে। ছবি : মাহবুব আলম
-
পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের সুবিধার্থে মূল সেতু, নদী শাসন, মাওয়া ও জাজিরা সংযোগ সড়ক নির্মাণ, সার্ভিস এরিয়া এবং তদারকি পরামর্শক সংক্রান্ত মোট ৬টি প্যাকেজে ভাগ করে প্রকল্পের নির্মাণ কাজ চলছে। ছবি : মাহবুব আলম
-
শ্রমিকরা দিন-রাত কাজ করে পদ্মা সেতুর কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই নির্ধারিত সময়ের আগেই প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ছবি : মাহবুব আলম
-
নদী শাসনের বালি ভর্তি বস্তা প্রস্তুত করা হচ্ছে। ইতোমধ্যে পদ্মার দুই পাড়ের সংযোগ সড়কসহ প্রকল্পের নির্মাণ কাজ প্রায় ১৭ শতাংশ শেষ হয়েছে। ছবি : মাহবুব আলম
-
দেশি-বিদেশি শ্রমিকরা সমান তালে কাজ করছেন। সবার শ্রমে এগিয়ে চলছে পদ্মা সেতুর নির্মাণ কাজ। ছবি : মাহবুব আলম
-
মূল সেতুর নির্মাণে পাইলিং-এর জন্য নদীতে পাইলিং পাইপ বসানোর কাজ চলছে। আগামী ২০ মার্চ থেকে মূল সেতুর ট্রায়াল পাইলিং শুরু হবে বলে জানান সংশ্লিষ্টরা। ছবি : মাহবুব আলম
-
নদী শাসন, তদারকি ও পরিবেশ কার্যক্রমসহ প্রকল্পের অন্যান্য উন্নয়নমূলক কাজও চলছে একই সঙ্গে। ছবি : মাহবুব আলম
-
মূল সেতু নির্মাণের কাজ করছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি। এছাড়া অন্যান্য প্রকল্পে কাজ করছে আলাদা ঠিকাদার প্রতিষ্ঠান। ছবি : মাহবুব আলম