মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা ৫ বিদেশি বন্ধু
আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় অনেক বিদেশি বন্ধু বিভিন্ন ধরনের সাহায্য নিয়ে এগিয়ে এসেছিলেন। এদের অনেকে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানও রেখেছিলেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা এমন ৫ বিদেশি বন্ধুকে নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
ভারতের সাবেক প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় এদেশের মানুষকে নানাভাবে সাহায্য করেছেন। এমন কী তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে সমর্থন আদায়ের জন্যও কাজ করছেন।
-
ইংরেজ সাংবাদিক সাইমন ড্রিং ১৯৭১ সালে সংগঠিত মুক্তিযুদ্ধের সময় জীবন বাজি রেখে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নৃশংসতার ছবি ও খবর বিদেশি গণমাধ্যমের সহায়তায় বিশ্ববাসীর কাছে তুলে ধরেন।
-
ভারতের খ্যামিতান সেতার বাদক রবিশঙ্কর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এদেশের মানুষের অর্থ সাহায্যের জন্য আমেরিকাতে এক চ্যারিটি কনসার্টের আয়োজন করেন। যা ইতিহাসে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ নামে পরিচিত।
-
১৯৭১ সালের ১ আগস্ট আমেরিকার নিউ ইয়র্কের ম্যাসিডন স্কয়ারে বিটলস ব্যান্ডের লিড গিটার বাদক জর্জ হ্যারিসন বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য চ্যারিটি কনসার্ট ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এ অংশ নিয়েছিলেন।
-
অস্ট্রেলিয়ার নাগরিক ডব্লিউ এস ওডারল্যান্ড তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য বীর প্রতীক খেতাব লাভ করেছেন। তিনি ১৯৭০ সালে বাটা সু কোম্পানিতে চাকরি নিয়ে বাংলাদেশে এসেছিলেন।