হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন পালিত
বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন পালনের ছবি নিয়ে এ অ্যালবাম সাজানো হয়েছে।
-
আজ কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের ৬৮তম জন্মদিন পালিত হয়েছে গাজীপুরের পিরুজালী গ্রামে ‘নুহাশ পল্লী’তে। সকাল ১০টায় হুমায়ূন আহমেদের ভাই ড. জাফর ইকবাল, আহসান হাবিবসহ পরিবারের অন্য সদস্যরা তার সমাধি জিয়ারত করেন।
-
হুমায়ূন আহমেদের ৬৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে জামালপুরে পঞ্চম হুমায়ূন উৎসব পালিত হয়েছে।
-
জামালপুর হুমায়ূন উৎসব উদযাপন পরিষদের আয়োজনে সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পস থেকে একটি বর্ণাঢ্য আনন্দ পদযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বকুলতলা গিয়ে শেষ হয়।
-
নুহাশ পল্লীর আয়োজনে হুমায়ুন সমাধিতে পুষ্পার্ঘ্য দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। সকাল সাড়ে ৯টায় হুমায়ুনপত্র নিষিদ, নিনিত, স্ত্রী, মেহের আফরোজ শাওন আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
-
মোনাজাত শেষে নুহাশপল্লীতে স্থাপিত হুমায়ুন ম্যুরালের সামনে আপেল তলায় কেক কাটেন তার দুই ছেলে নিষাদ ও নিনিত। এসময় শতাধিক ভক্ত, গণমাধ্যমকর্মী ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।