তারা সকালে ছাত্র বিকেলে জেলে
নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের কিছু স্কুলগামী শিশুদের নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
দেশের অন্যতম উপকূলীয় জেলা নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রাম। এখানের শিশুদের স্কুল শেষ করে সবাইকে ফিরতে হয় মাছ ধরা নৌকায়। ছবি : শাহেদ শফিক
-
এই সব শিশুরা সকালে ছাত্র বিকেলে জেলে। এমন চিত্র পুরো উপকূলের জেলেপাড়ার। ছবি : শাহেদ শফিক
-
এখানকার সিংহভাগ শিশুরা সকালে ঘুম থেকে উঠে স্কুলে যায়। আবার দুপুরে ফিরে তাদের বৈঠা হাতে বসতে হয় মাছধরা নৌকায়। ছবি : শাহেদ শফিক
-
নিজেদের অদম্য ইচ্ছায় স্কুলে ভর্তি হলেও ক্লাসের পুরো কাজ শেষ করতে পারে না এই সব শিশুরা। স্কুলে বই-কলম নিয়ে যাওয়া-আসা ছাড়া কিছুই শিখতে পারে না। ছবি : শাহেদ শফিক
-
জীবনের ঝুঁকি নিয়ে এসব শিশুরা নদীতে মাছ ধরছে। ছবি : শাহেদ শফিক
-
এসব শিশুর সঙ্গে কথা বলে জানা গেছে, নিজেদের ইচ্ছা থাকলেও পরিবারের অভাব-অনটনের কারণে বাবা-মা তাদের পড়ালেখা করাতে চায় না। ছবি : শাহেদ শফিক
-
শৈশবের পুরোটাই যেখানে বই-খাতা, স্কুল আর খেলাধুলায় কাটানোর কথা, সেখানে তারা এখন ব্যস্ত জাল আর নৌকায়। ছবি : শাহেদ শফিক