স্মৃতিময় ঢাকা কেন্দ্রীয় কারাগার
নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের ছবি নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
রাজধানীর নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগার এখন যাদুঘরে পরিণত করা হয়েছে। এটি শত বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে।
-
৩ নভেম্বর ১৯৭৫ সালে জেলখানার অভ্যন্তরে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিলো। ছবিতে চার নেতার আবক্ষ মূর্তি দেখা যাচ্ছে।
-
লোহার পিঞ্জরে আবদ্ধ জেলখানা। কত যে জানাঅজানা ইতিহাসের সাক্ষী হয়ে এটি আজো নিরবে দাঁড়িয়ে আছে।
-
আজ থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
-
এখানে বিদেশি আসামীদের রাখা হতো।
-
জাতীয় চার নেতাতের স্মৃতির উদ্দেশ্যে সাজানো হয়েছে এই কক্ষ।
-
মৃত্যুঞ্জয়ী চার নেতার ঘাতকের বুলেটের চিহ্ন বহন করছে এই কক্ষটি।
-
এখন এই কারাগারের জায়গায় হচ্ছে বিনোদনকেন্দ্র। বন্দিদশা অনুভব করার জন্য ভাড়া দিয়ে থাকাও যাবে কারাগারের ভেতরে।
-
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ‘সংগ্রামী জীবনগাথা’ নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার আলোকচিত্র নিয়ে কারাগারের ভেতরে প্রথম প্রদর্শনী। জেলহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ জেল ও স্বেচ্ছাসেবী সংগঠন জার্নি যৌথভাবে এর আয়োজন করেছে।