দিয়াবাড়ির নজরকাড়া কাশবন
রাজধানীর উত্তরার দিয়াবাড়ির সৌন্দর্য নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
শরৎ শেষ হলেও রাজধানীর অদূরে উত্তরা দিয়াবাড়ি এলাকায় ফুটে আছে নজরকাড়া কাশফুল। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
শুভ্র আকাশের নিচে দক্ষিণা হাওয়ায় দুলে ওঠা থরে থরে কাশফুল মন্ত্রমুগ্ধ করে প্রকৃতিপ্রেমী থেকে শুরু করে একজন সাধারণ মানুষকেও। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
কর্মব্যস্ত নগরবাসীর বেশির ভাগেরই ফুসরত নেই দূরে কোথাও যাওয়ার। কারো কারো আবার সাধ্যও নেই। কিন্তু রাজধানীর ভেতরই এমন এক অপরূপ দৃশ্য দেখার জায়গা দিয়াবাড়ি। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
আপনি চাইলে নিজে কিংবা প্রিয়জন নিয়ে হারিয়ে যেতে পারেন উত্তরার এই জায়গায়। তাছাড়া খুব কাছ থেকে উড়োজাহাজ উড়ে যাচ্ছে এমন দৃশ্য দেখতে চাইলে এটিই রাজধানীর একমাত্র স্থান। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
এই দিয়াবাড়ি এখন শুধু প্রকৃতিপ্রেমীদের বেড়ানোর স্থান নয়, অনেক আগে থেকেই টিভি নাটকের শুটিং স্পষ্ট হিসেবেও ব্যবহৃত হচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
দিয়াবাড়ির বিশাল এক লেক ও লেকের বাঁধানো পাড়। এই লেকে উদাস হয়ে বসে থাকা ছাড়াও নৌকায় ঘুরতে পারবেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ