হিজড়াদের বিচিত্র জীবন
লিঙ্গ পরিচয়ের কারণে সমাজের বিশেষ এক শ্রেণির মানুষ হিজড়া সম্প্রদায়। সমাজে টিকে থাকতে অবিরাম লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। পিতা-মাতার কাছে নেই তাদের আশ্রয়। তাদের ছবি নিয়ে এই অ্যালবামটি সাজানো হয়েছে।
-
সমাজের বিশেষ এক গোষ্ঠী হিজড়াদের জীবন-যাপনও আর দশজনের মতো নয়। কার্যত তারা নির্দিষ্ট একটি গণ্ডিতেই আজীবনের জন্য আবদ্ধ। বাংলাদেশের বিশেষ এই গোষ্ঠীটি হচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষ।
-
ইতালির বিখ্যাত আলোকচিত্রী ও ভিডিওগ্রাফার রাফায়েল প্যাট্রেলা সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। সফরে তিনি বাংলাদেশের হিজড়া সম্প্রদায়ের নেতাদের সঙ্গে কথা বলেছেন।
-
রাফায়েল প্যাট্রেলা তার ক্যামেরায় বন্দি করেছেন হিজড়াদের দৈনন্দিন জীবন-যাপনের চিত্র।
-
রাফায়েল প্যাট্রেলা বলেছেন, বাংলাদেশে তৃতীয় লিঙ্গের মানুষরা হিজড়া হিসেবে পরিচিত। কিন্তু এই শব্দটির সঙ্গে জড়িয়ে আছে ভণ্ডামি। এই তৃতীয় লিঙ্গের সর্দার ‘গুরু’ হিসেবে পরিচিত। ভণ্ডামি এই গুরু শব্দটি ঘিরেও।
-
রাফায়েল প্যাট্রেলা বলেন, এটি একটি ভিন্নধর্মী গল্প। এই প্রথম বাংলাদেশ সফরে গিয়েছিলাম। ইট কারখানার শ্রমিকদের জীবনের গল্প ক্যামেরায় তুলে আনতে বাংলাদেশ সফর করেছিলাম।
-
রাফায়েল প্যাট্রেলা আরো বলেন, রাজধানী ঢাকার মিরপুর এক নাম্বারে হাঁটছিলাম। এ সময় কয়েকজন তরুণকে দেখতে পাই।
-
রাফায়েল প্যাট্রেলাকে তারা হিজড়া হিসেবে পরিচয় দিয়েছিলেন এবং উচ্চস্বরে হাসছিলেন। তাদের সঙ্গে প্যাট্রেলার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়। পরে তিনি তাদের আস্তানায় পৌঁছে যান।
-
এক বছর পর তৃতীয় লিঙ্গের ওই গ্রুপের সঙ্গে যোগাযোগ করেন প্যাট্রেলা। বাংলাদেশে এসে ২০দিন কাটিয়েছেন তাদের সঙ্গে।
-
প্যাট্রেলা হিজড়াদের সঙ্গে থাকা, খাওয়া, ঘুমানো কোনো কিছুই বাদ যায়নি তার। দেখেছেন কীভাবে ছোট্ট একটি কক্ষে গাদাগাদি করে থাকেন এই বিশেষ সম্প্রদায়ের সদস্যরা।
-
প্যাট্রেলা বলেন, সম্প্রতি বাংলাদেশে হিজড়ারা কিছু সরকারি সুযোগ-সুবিধা পেলেও এখনো আড়ালে জীবন-যাপন করছেন।
-
বাংলাদেশে ১৭ কোটি মানুষের বসবাস। এর মধ্যে হিজড়া রয়েছে মাত্র ১০ হাজার।
-
এই হিজড়াদের মধ্যে অনেকেই রয়েছেন, যাদের স্বামী সংসার রয়েছে। কিন্তু নিজেদেরকে তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচয় দিতেই ভালোবাসেন।
-
অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে লিঙ্গ পরিচয়ও বদলে ফেলেন অনেকে হিজড়া।
-
অনেক হিজড়া নাচ-গান করে মানুষকে বিনোদন দিয়ে অর্থ উপার্জন করে থাকে।
-
রাজধানীতে রাতে রিক্সায় ঘুরতে বের হয়েছেন দুই হিজড়া।
-
সাজসজ্জায় ব্যস্ত রয়েছেন কয়েকজন হিজড়া। সাজসজ্জা ছাড়া তারা বাসার বাইরে বের হন না।
-
মনের সুখে ধূমপান করছেন এই হিজড়া।