দেশের সবচেয়ে বড় মালটা বাগান পিরোজপুরে!
দেশের সবচেয়ে বড় মলটা বাগান পিরোজপুরে। এই মালটা বাগানের ছবি নিয়ে থাকছে এবারের অ্যালাম।
-
পিরোজপুরের মাটি আর আবহাওয়া অনুকূলে থাকায় এখানকার কৃষকরা চাষাবাদে যেমন এনেছেন বৈচিত্র, তেমনি এগিয়ে যাচ্ছেন নতুন নতুন প্রযুক্তি নির্ভর কৃষি বিপ্লবে। এর অন্যতম হচ্ছে মালটার বিপ্লব। ছবি : হাসান মামুন
-
শেখ হুমায়ুন কবির নামে পিরোজপুর সদর উপজেলার বড় খলিশাখালী গ্রামের এক ব্যবসায়ী এই মালটা চাষ করছেন। ছবি : হাসান মামুন
-
মালটা চাষী শেখ হুমায়ুন কবির জানান, ২০১৫ সালে নিজ গ্রামে ৭৫ বিঘা জমির উপর গড়ে তোলেন তার মালটা বাগান। এটাই দেশের সবচেয়ে বৃহত্তম মালটার বাগান বলে তার দাবি। ছবি : হাসান মামুন
-
তার বাগানে ২১ হাজার মালটা গাছের সঙ্গী ফসল হিসেবে রয়েছে আমসহ বিভিন্ন প্রজাতির দেশিয় ফলের গাছ। ছবি : হাসান মামুন
-
গত বছর মালটার বাগান করলেও এ বছরই তার বাগানের প্রায় এক-চতুর্থাংশ গাছে মালটা ধরেছে। ফলে এ বছরই তার বাগানের খরচের অনেকটাই উঠবে বলে আশা করছেন তিনি। ছবি : হাসান মামুন
-
বিদেশি মালটার তুলনায় বেশ রসালো ও সুস্বাদু হওয়ায় স্থানীয় বাজারে তার মালটার চাহিদাও অনেক। ছবি : হাসান মামুন
-
মালটা গাছ থেকে গ্যাফতীয় এর মাধ্যমে এক থেকে দেড় লাখ চারা সংরক্ষণ করে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। যা এলাকার চাহিদা মিটিয়ে সারাদেশে সম্প্রসারিত হলে আমরা বিদেশেও মালটা চারা রফতানি করতে পারবো। ছবি : হাসান মামুন