ঐতিহাসিক বালিয়াটি প্রাসাদ
মানিকগঞ্জের ঐতিহাসিক বালিয়াটি প্রাসাদ দেখতে প্রতিদিন অনেক দর্শনার্থী ছুটে আসেন। বালিয়াটি প্রাসাদের ছবি নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
রাজধানী ঢাকা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার উত্তর পশ্চিম দিকে এবং মানিকগঞ্জ জেলা শহর থেকে প্রায় আট কিলোমিটার পূর্ব দিকে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বালয়াটি প্রাসাদ। ছবি : মাহবুব আলম
-
সময়ের ব্যবধানে ভবনগুলো ধ্বংসের প্রহর গুণলেও আজও ঠাঁয় দাঁড়িয়ে জানান দেয় বালিয়াটির জমিদারদের সেকালের বিত্ত-বৈভবের কথা। ছবি : মাহবুব আলম
-
আঠারো শতকের প্রথম ভাগ থেকে বিশ শতকের প্রথমভাগ। প্রায় দুইশ বছরের এই দীর্ঘ সময়ে বালিয়াটির জমিদারদের সুখ্যাতি ছিল। ছবি : মাহবুব আলম
-
বালিয়াটি প্রাসাদের দৃষ্টিনন্দন সৌন্দর্য সব দর্শনার্থীদের মুগ্ধ করে। ছবি : মাহবুব আলম
-
আঠারো শতকের মধ্যভাগে জনৈক লবণ ব্যবসায়ী জমিদার গোবিন্দরাম শাহ বালিয়াটি জমিদারবাড়ি নির্মাণ করেন। ছবি : মাহবুব আলম
-
বালিয়াটি জমিদারবাড়ির বিশাল কমপ্লেক্সটি উঁচু দেয়ালে চারদিকে ঘেরা। প্রাচীন আমলের সেই প্রাচীর এখনও টিকে আছে। ছবি : মাহবুব আলম
-
চার দেয়ালের মাঝে এখন রয়েছে চারটি সুদৃশ্য ভবন। আর ভবনগুলোর সামনের প্রাচীর দেয়ালে রয়েছে চারটি প্রবেশ পথ। ছবি : মাহবুব আলম
-
বালিয়াটি জমিদার বাড়ি মূলত পাঁচটি মহলে প্রতিষ্ঠিত হলেও বর্তমানে টিকে আছে প্রায় একই রকম চারটি। আর এই চারটি মহলের মাঝের দুটি দোতলা আর দুপাশের দুটি তিনতলা। ছবি : মাহবুব আলম
-
রাজধানী থেকে দিনে দিনেই ঘুরে আসা যায় বালিয়াটি জমিদার বাড়ি। ঢাকার গাবতলী বাস স্ট্যান্ড থেকে সরাসরি সাটুরিয়া বাস চলাচল করে। ছবি : মাহবুব আলম
-
উপযুক্ত সংস্কারের অভাবে বালিয়াটি জমিদার বাড়ির দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। ছবি : মাহবুব আলম