মিরপুরে রিতা-মিতার ভূতের বাড়ি!
রাজধানীর বহুল আলোচিত রিতা-মিতার ভূতের বাড়ি নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
রাজধানীর মিরপুরের রিতা-মিতার এই বাড়িটি ভূতের বাড়ি হিসেবে পরিচিত। ২০০৫ সালে মায়ের মরদেহ বাড়িতে দাফনের ঘটনাকে কেন্দ্র করে ডা. আইনুন নাহার (রিতা) ও প্রকৌশলী নুরুন্নাহারের (মিতা) অস্বাভাবিক জীবনযাপনের বিষয়টি জানাজানি হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
পেশায় মিতা ইঞ্জিনিয়ার আর রিতা চিকিৎসক ছিলেন। ২০১০ সালে তাদের মানসিক চিকিৎসা করে বড় বোন কামরুন্নাহার হেনার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছিল। মিতা-রিতার এই ভূতের বড়িটি এলাকার সবার কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
মিতা-রিতার বাড়ির আঙিনা। ময়লা-আবর্জনার স্তূপ জমে আছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বাড়ির মেইন গেটের সামনে দুটি তালাবদ্ধ টং দোকান বসানো। গেটের ভেতর-বাইরে দুদিকেই তালা ঝুলছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
পা দুটো উঁচু করে ভেতরের দিকে তাকালে চোখে পরে নীল টিন শেড ঘর। দীর্ঘদিন রং না করায় টিনের মাঝে ছিদ্র হয়ে গেছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বাড়ির সীমানার ভেতরে আম, খেজুরসহ নানা ধরনের কয়েকটি গাছ দেখা যাচ্ছে। মিরপুর ৬ নম্বর সেকশনের সি ব্লকের ৯ নম্বর সড়কের প্রথম বাড়ি এটি। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বাইরের গেটের পাশেই ঝুলছে রিতার চেম্বারের একটি বোর্ড। এই বাড়ির ভেতরেই ছিল রিতার চেম্বার। সেখানে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত গাইনি রোগীদের দেখতেন রিতা। ছবি : বিপ্লব দিক্ষিৎ