ঐতিহাসিক পানাম নগরীর সৌন্দর্য
রাজধানীর উপকণ্ঠে নারায়ণগঞ্জের পানাম সিটি নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
রাজধানীর উপকণ্ঠে নারায়ণগঞ্জের পানাম সিটি নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
পানামের লোনা ইটের ফাঁকে ফাঁকে শেওলা গন্ধ এ প্রজন্মকে করেছে নস্টালজিক। রহস্য, দুর্বোধ্যতা, রোমাঞ্চ ও স্থাপত্যিক, নান্দনিক কারিশমা পানামকে করেছে অজেয়। ছবি : মাহবুব আলম।
-
কালের করাল গ্রাসের থাবায় পানাম অক্ষত থাকেনি। শাবল, গাঁইতি আর কোদালের নির্মম আঘাতে পানাম হয়েছে ক্ষতবিক্ষত। ইতিহাস-ঐতিহ্যবিমুখ মানুষ পানামকে ছাড় দেয়নি। ছবি : মাহবুব আলম।
-
আবারো জেগে উঠতে শুরু করেছে পানাম নগরী। তবে তার অবয়বে আর বৈভব নেই। ছবি : মাহবুব আলম।
-
পানাম নগর পৃথিবীর ১০০টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের একটি। ছবি : মাহবুব আলম।
-
সরু রাস্তার দুপাশে গড়ে ওঠা ৪৯টি অট্টালিকার সরাইখানা, মসজিদ, মন্দির, মঠ, গোসলখানা, কূপ, নাচঘর, গুপ্তপথ, প্রমোদালয়, ট্রেজারি, স্মৃতিবিজড়িত ইমারত এখন ক্ষয়ে ক্ষয়ে মলীন। ছবি : মাহবুব আলম।
-
পানাম নগরী মূলত ছিল তাঁত ব্যবসায়ীদের কেন্দ্র ও আবাসস্থল। মসলিন কাপড় তৈরিরও কেন্দ্র ছিল।
-
পানাম নগরীর নগর পরিকল্পনার বৈশিষ্ট্য হলো এটি লেক বা খাল দ্বারা পরিবেষ্টিত এবং সুরক্ষিত গেট দ্বারা আবদ্ধ। সন্ধ্যার পূর্বেই গেটসমূহ বন্ধ করে দেয়া হতো। ছবি : মাহবুব আলম।
-
নগরীর অধিবাসীরা নিরাপদ জীবন যাপন করতেন। পানাম শব্দের ফারসি উৎস থেকে জানা গেছে, এর অর্থ হল আশ্রয়স্থল। ছবি : মাহবুব আলম।