চ্যানেল আই প্রাঙ্গণে সৈয়দ হকের প্রথম জানাজা
চ্যানেল আই প্রাঙ্গণে সৈয়দ হকের প্রথম জানাজা নিয়ে এ অ্যালবাম।
-
সদ্যপ্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রথম জানাজা রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ছবি : চ্যানেল আই।
-
বুধবার সকাল ১০টার দিকে তার মরদেহ চ্যানেল আই প্রাঙ্গণে আনা হয়। এ সময় তার মরদেহে শ্রদ্ধা জানান বিশিষ্টজনরা। ছবি : চ্যানেল আই।
-
সৈয়দ হকের প্রথম জানাজায় উপস্থিত ছিলেন ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, তার পরিবারের সদস্য এবং শিল্প-সাহিত্য অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। ছবি : চ্যানেল আই।
-
চ্যানেল আই প্রাঙ্গণে তার মরদেহ ২০ মিনিট রাখা হয়। জানাজা শেষে ১০টা ২৭ মিনিটের দিকে তার মরদেহ বাংলা একাডেমির পথে নেয়া হয়। ছবি : চ্যানেল আই।
-
বাংলা একাডেমি থেকে সর্বোস্তরের জনগণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য মরদেহ কেন্দ্রীয় শহিদ মিনারে রাখা হয়। ছবি : চ্যানেল আই।