এগিয়ে চলছে পদ্মা সেতুর নির্মাণ কাজ
পদ্মা সেতুর ৩৮ ভাগ কাজ সম্পন্ন এ নিয়ে সাজানো হয়েছে এই অ্যালবাম।
-
দ্রুত গতিতে এগিয়ে চলছে দেশের সবচেয়ে বড় পদ্মা বহুমুখী সেতুর কাজ। এরই মধ্যে এ সেতুর ৩৮ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : মো. ছগির হোসেন।
-
২০১৮ সালে দ্বিতল বিশিষ্ট পদ্মা সেতু দিয়ে চলাচল করবে যানবাহন ও ট্রেন এ কর্মপরিকল্পনা নিয়েই এগুচ্ছে সবকিছু। ছবি : মো. ছগির হোসেন।
-
দিন-রাত সমান তালে এগিয়ে চলছে পদ্মা সেতুর নির্মাণ কাজ। বর্তমান সরকারের অগ্রাধিকার ভিত্তিতে এই সেতুর কাজ চলছে। ছবি : মো. ছগির হোসেন।
-
মাওয়া ও জাজিরার মধ্যে হবে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু। প্রায় তিন হাজার দেশ-বিদেশী শ্রমিক পদ্মা সেতু নির্মাণ কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ছবি : মো. ছগির হোসেন।
-
নির্ধারিত সময়ের মধ্যে সেতু নির্মান কাজ শেষ করতে চলছে মহা কর্মযজ্ঞ। মাওয়া চৌরাস্তা বরাবর সেতুটি হবে। ছবি : মো. ছগির হোসেন।
-
সেনাবাহিনীর সহযোগিতায় বাকি কাজ যথাসময়ের মধ্যে শেষ হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিবিড়ভাবে এ সেতুর কাজ পর্যবেক্ষণ করছেন। ছবি : মো. ছগির হোসেন।
-
পদ্মা বহুমুখী সেতু নির্মিত হলে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। সেই সঙ্গে এ অঞ্চলের মানুষের জীবনমানেরও পরিবর্তন হবে। ছবি : মো. ছগির হোসেন।