বরিশালে মর্মান্তিক লঞ্চডুবি
বরিশালে মর্মান্তিক লঞ্চডুবির ছবি নিয়ে এই অ্যালবাম।
-
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদ বাড়ি সংলগ্ন সন্ধ্যা নদীতে এমএল ঐশী-২ নামে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
-
উদ্ধার কাজে নেমেছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। মর্মান্তিক এ লঞ্চ ডুবিতে নিহতদের মধ্যে ৫ জন নারী, একজন শিশু ও বাকিরা পুরুষ।
-
উদ্ধার কাজ চলাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
-
মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনা দেখতে শত শত মানুষের ঢল নেমেছে।
-
যাত্রীদের মধ্যে পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
-
স্থানীয়রা নৌকা এবং ট্রলারে করে নিখোঁজদের সন্ধান করছেন।
-
লঞ্চ ডুবিতে নিহতের সজনদের খোঁজ পেতে সন্ধ্যা নদীর তীরে শত শত নারী পুরুষ অপেক্ষা করছে।
-
উদ্ধার হওয়াদের মধ্যে একজন হলেন কহিনুর বেগম। তিনি বরিশালের মজিবুর রহমানের স্ত্রী।
-
এদিকে বেঁচে যাওয়া যাত্রী সিদ্দিকুর রহমান ও তার স্ত্রী রোকসানা বেগম জানিয়েছেন, লঞ্চে অর্ধশতাধিক যাত্রী ছিলেন।
-
লঞ্চটি বানারীপাড়া থেকে আক্তারপাড়া যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে দাসেরহাট বাজারের মসজিদ বাড়ি ঘাটে যাত্রী ওঠানোর সময় নদী তীরের বিশাল অংশ ভেঙে যাওয়ায় তীব্র স্রোতের সৃষ্টি হয়।
-
উদ্ধার করা মরদেহগুলো হচ্ছে শুকুর দেব মল্লিক, ইরা বেগম, মোজাম্মেল মোল্লা, রাবেয়া খাতুন, রেহেনা বেগম, ফিরোজা বেগম, কোহিনুর বেগম, জয়নাল হাওলাদার, আবদুর রশীদ।