সোমেশ্বরী নদীর চোখ জুড়ানো দৃশ্য
সোমেশ্বরী নদীর চোখ জুড়ানো দৃশ্য নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
সোমেশ্বরী নদীর চোখ জুড়ানো দৃশ্য দেখলে যে কারো চোখ জুড়িয়ে যাবে। এটি বাংলাদেশ-ভারতের আন্তঃসীমান্ত নদীর অন্যতম। নদীর ওপারে ভারতের কৈলাশ পাহাড় দেখা যাচ্ছে। ছবি : মাহবুব আলম।
-
সোমেশ্বরী নদীর নেত্রকোনা জেলা দিয়ে প্রবাহিত হয়েছে। ছবি : মাহবুব আলম।
-
সোমেশ্বরী নদী বুকে মাঝি নৌকা ভাসিয়েছেন। নদীর জলে শেষ বিকেলে আলো আঁধারির খেলা। ছবি : মাহবুব আলম।
-
শিশুরা সোমেশ্বরী নদীর তীরে বসে খেলা করছে। এ নদী যেন তাদের নিত্যদিনের খেলার সাথী। ছবি : মাহবুব আলম।
-
ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়ের বিঞ্চুরীছড়া, বাঙাছড়া প্রভৃতি ঝর্ণাধারা ও পশ্চিম দিক থেকে রমফা নদীর স্রোতধারা একত্রিত হয়ে সোমেশ্বরী নদীর সৃষ্টি। ছবি : মাহবুব আলম।
-
সোমেশ্বরী নদীর বুক থেকে কয়লা সংগ্রহ করা হচ্ছে। এ নদীর বুক থেকে কয়লা সংগ্রহ করে এসব মানুষ জীবীকা নির্বাহ করছেন। ছবি : মাহবুব আলম।
-
এক সময় সোমেশ্বরী নদী সিমসাং নামে পরিচিত ছিল। ৬৮৬ বঙ্গাব্দের মাঘ মাসে সোমেশ্বর পাঠক নামে এক সিদ্ধপুরুষ অত্রাঞ্চল দখল করে নেয়ার পর থেকে নদীটি সোমেশ্বরী নামে পরিচিতি পায়। ছবি : মাহবুব আলম।