বাড়ির ছাদে সবুজ বাগান
বাড়ির ছাদে সবুজ বাগান নিয়ে এই অ্যালবাম।
-
রাজধানীতে দিন দিন নানা কারণে কমে যাচ্ছে গাছ-গাছালির পরিমাণ। তাই অনেক বাসিন্দা বাড়ির ছাদে বাগান করতে উদ্বুদ্ধ হচ্ছেন। বাড্ডা এলাকায় লিংক রোড সংলগ্ন জোয়ার্দার ভিলার ছাদের ছবি তুলেছেন বিপ্লব দিক্ষিৎ।
-
মিসেস রাজিয়া দৌলা তার ছাদের বাগানের কামরাঙ্গা দেখাচ্ছেন। বাগানের এই ফল দেখে তার মনে অনেক আনন্দ জাগে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
বাড়ির ছাদে এমন সবুজ বাগান থাকলে অবসরে ভালো সময় কাটানো যায়। তাছাড়া এ বাগানে কাজ করে অলস সময়ও পার করা যায়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
ছাদে এই বাগানের শুরু কিভাবে জানতে চাইলে রাজিয়া দৌলা বলেন, ‘২০০৯ সালের দিকে শখের বসেই এ বাগান করা শুরু। শহরে সবুজায়নের অভাব। বাসার ছাদে খানিকটা খোলামেলা জায়গা আছে তাই শখের বসেই ছাদে বাগান তৈরি করার চেষ্টা করেছি।’ ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
গাছে আমড়া প্রচুর ধরেছে। মনের আনন্দে আমড়া দেখাচ্ছেন মিসেস রাজিয়া দৌলা। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
আমড়া, কামরাঙ্গা ছাড়া এ বাগানে আরো রয়েছে আখ, লেবু, আম, জাম, ওল, বরই, করলা, সিম, পুই শাক, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, জলপাই, তুলসি, এলোভেরা, বেলী ফুল, কমলা প্রভৃতি গাছ। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
বাড়ির ছাদে এমন বাগান করতে পারলে খুব সহজে বিষমুক্ত ফল পাওয়া যায়। সেই সঙ্গে মনে আনন্দের খোরাক ও মেটে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।