নেত্রকোনার বিরিশিরির চীনা মাটির পাহাড়
বিরিশিরির চীনা মাটির পাহাড় নিয়ে এ অ্যালবাম সাজানো হয়েছে।
-
নেত্রকোনা জেলার দুর্গাপুর এলাকা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বিরিশিরি। এখানকার চীনা মাটির পাহাড় পর্যটকদের মুগ্ধ করে। ছবি : মাহবুব আলম।
-
সোমেশ্বরী নদীর ওপারে বিজয়পুরের সাদা মাটির পাহাড়, অনেকেই এটিকে চীনা মাটির পাহাড় বলে থাকে। ছবি : মাহবুব আলম।
-
যদিও এটি পুরোপুরি সাদা মাটির পাহাড় নয়, এর রং হালকা ধূসর থেকে সাদাটে আকার কোথাও আবার লালচে। এ যেন নানা রঙের খেলা এ পাহাড়ে। কোথাও মসৃণ, কোথাও খসখসে। ছবি : মাহবুব আলম।
-
পাহাড়ের ওপর-নিচে তাকালে দেখতে পাওয়া যায় দারুণ এক প্রকৃতি। পাহাড়ের নিচে যেখান থেকে মাটি তোলা হয়েছে সেখানে পানি। ছবি : মাহবুব আলম।
-
এখানের পানির রং অনেকটা সবুজ আর সেই সবুজের ওপর নীল আকাশ আর সাদা মেঘের ওড়াওড়ি। ছবি : মাহবুব আলম।
-
প্রকৃতির এই দৃশ্য দেখতে হলে সোমেশ্বরী নদী পার হয়ে যেতে হবে সেখানে। রিকশা বা মোটরসাইকেল একমাত্র বাহন। ছবি : মাহবুব আলম।
-
এখানে কয়েকটা চীনা মাটির খনি আছে। যেগুলো বিভিন্ন কোম্পানীকে লীজ দেয়া আছে। ছবি : মাহবুব আলম।
-
বিরিশিরি ভ্রমণ করতে আসা পর্যটকদের জন্য দোকান সাজিয়ে বসেছে দুই শিশু। ছবি : মাহবুব আলম।