মগবাজার-মৌচাক ফ্লাইওভারের দ্বিতীয় অংশ উন্মুক্ত
মগবাজার-মৌচাক ফ্লাইওভারের দ্বিতীয় অংশ উন্মুক্ত এ নিয়ে অ্যালবাম।
-
মগবাজার-মৌচাক ফ্লাইওভারের দ্বিতীয় অংশ গতকাল ( ১৫ সেপ্টেম্বর) উন্মুক্ত করা হয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
নির্মাণাধীন মগবাজার ফ্লাইওভারের ইস্কাটন-মগবাজার-মৌচাক অংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেয়ার পরে যান চলাচল শুরু হয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ফিতা কেটে যানবাহন চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
উদ্বোধন শেষে মোশাররফ হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি এই ফ্লাইওভার উদ্বোধন করে দিয়েছেন। আমরা এর সাইডগুলো উদ্বোধন করছি। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
যে অংশের উদ্বোধন করা হয়েছে তার দৈর্ঘ্য এক কিলোমিটার। অন্য অংশগুলো আগামী বছরের জুন-জুলাইয়ের মধ্যে উদ্বোধন করা হবে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
মগবাজার-মৌচাক ফ্লাইওভারের দ্বিতীয় অংশ উন্মুক্ত করার ফলে এ এলাকার যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছেন এ রুটের যাত্রীরা। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
উল্লেখ্য, গত ৩০ মার্চ এ ফ্লাইওভারের সাতরাস্তা থেকে হলি ফ্যামিলি অংশটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : বিপ্লব দিক্ষিৎ।