সন্ধ্যার ঢাকা
সন্ধ্যার ঢাকার চিত্র নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
‘ঢাকার শহর আইসা আমার আশা পুরাইছে, লাল লাল নীল নীল বাতি দেইখা নয়ন জুড়াইছে’-সন্ধ্যায় ঢাকার এই মায়াবী চিত্র দেখলেই এ গানের কথা মনে পড়ে যায়। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
প্রতিদিনই সন্ধ্যার সময় ঢাকার ব্যস্ততম রাস্তাগুলোতে এরকম জ্যাম পড়ে। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
সন্ধ্যায় রাজধানীর নিউমার্কেট এলাকার চিত্র। সন্ধ্যায় নিউমার্কেট বেশি জমজমাট হয়। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
মহানগরী ঢাকার সন্ধ্যার এই রূপ দেখলে যে কারো মন ভালো হয়ে যায়। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
নিউমার্কেটের ওভারব্রিজের থেকে সন্ধ্যার দৃশ্য। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
সারি সারি রিক্সা ছুটছে। সন্ধ্যার সময় ঢাকার প্রতিদিনের এই মনোহর দৃশ্য। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
মসজিদের নগরীখ্যাত ঢাকায় সন্ধ্যার আলো আঁধারিতে মিনারের অপরূপ দৃশ্য। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
সন্ধ্যায় নিউমার্কেটরে উপরের অংশের ছবি ক্যামেরাবন্দি করা হয়েছে। ছবি : রবিউল ইসলাম পলাশ।