জীবন যেখানে যেমন
নগর জীবনের ছবি নিয়ে এই অ্যলবাম সাজানো হয়েছে।
-
জীবনের প্রয়োজনে নগর জীবনের ব্যস্ত কোলাহলের মাঝে মাথায় ভারি বস্তা নিয়ে ছুটছে শ্রমিক। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
পণ্য পরিবহনের মালামাল তুলছেন দুই শ্রমিক। এভাবে কঠিন পরিশ্রমে তাদের দিন কাটছে। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
ট্রাকে বোঝাই মালামাল নিয়ে ছুটছে শ্রমিক। ক্লান্তি দূর করতে ট্রাকের বস্তার উপর শুয়ে পড়েছে।ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
ট্রাকের উপর ঝুঁকিপূর্ণ পরিবেশে শুয়ে আছেন দুই শ্রমিক। চলন্ত ট্রাকের উপর এভাবে শুয়ে থাকলে যে কোন সময়ে ঘটতে পারে দুর্ঘটনা। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
ব্যস্ত সড়কের বাসে বাসে আমড়া বিক্রি করছে এই কিশোর। আমড়া বিক্রি করেই তার জীবীকা নির্বাহ করতে হয়। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
প্রচণ্ড গরমের মধ্যে রিকশা চালাতে চালাতে ক্লান্ত এ রিক্সাওয়ালা। গরমের মধ্যে ঘামে ভিজে একাকার হয়ে গেছেন তিনি। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
ট্রাক ছুটছে পাথর নিয়ে। গন্তব্যে পৌঁছতেই কাজে ব্যস্ত হয়ে পড়বেন শ্রমিকরা। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
বাসের মধ্যে আমড়া বিক্রি করছে এই কিশোর। অথচ এ বয়সে তার স্কুলে লেখা-পড়া নিয়ে ব্যস্ত থাকার কথা। ছবি : রবিউল ইসলাম পলাশ।