যানজটে স্থবির হাতিরঝিল
যানজটে স্থবির রাজধানীর হাতিরঝিল থেকে কারওয়ানবাজার পর্যন্ত রাস্তাটি। তাই বসে বসে অপেক্ষা করার মুহূর্ত চোখে পড়ে। ছবিগুলো কারওয়ানবাজার থেকে তোলা।
-
এই শহরের চিরচেনা সমস্যা যানজট। তবে হাতিরঝিলের যানজট এবার একটু বেশিই মনে হচ্ছে। প্রতিদিনই যানজট দেখা যাচ্ছে এখানে। ছবি: মাহবুব আলম
-
ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থেকে বিরক্ত হচ্ছে এই রুটে চলাচল করা মানুষ। তাদের সেই বিরক্তি ফুটে ওঠে যেন চোখে-মুখে। ছবি: মাহবুব আলম
-
যানজটের কাছে কতটা অসহায় এই শহরের মানুষ। তা আর বলার অপেক্ষা রাখে না। তবুও সমাধানে আছে কি কোনো উদ্যোগ? ছবি: মাহবুব আলম
-
কেউ ঠাঁয় বসে থাকেন নিরুপায় হয়ে। কেউবা হেঁটেই পাড়ি দেন বাঁকিটা পথ। কখনো আবার ফুটপাত ধরে হেঁটে চলেন বাইসাইকেল আরোহী। ছবি: মাহবুব আলম
-
যানজট নিরসনে কার্যকরী পদক্ষেপ খুবই জরুরি। কেননা দৈনিক বহু কর্মঘণ্টা নষ্ট হয়ে যায় সড়কেই। যে কারণে পিছিয়ে পড়ছে মানুষ। ছবি: মাহবুব আলম
-
অসহায় চালকরা কেউ কেউ ঘুমিয়ে পড়েন অপেক্ষা করতে করতে। আবার কেউ কেউ অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকেন সামনের দিকে। ছবি: মাহবুব আলম
-
যানজটে অখণ্ড অবসরে যানবাহনে বসেই অনেকে ব্যস্ত হয়ে পড়েন স্মার্টফোনে। সময় কাটান সোশ্যাল মিডিয়ায় কিংবা জরুরি আলাপ সেরে নেন। ছবি: মাহবুব আলম