বৃষ্টিতে চরম ভোগান্তি শ্রমজীবীদের
টানা কয়েকদিনের বৃষ্টিতে চরম ভোগান্তিতে শ্রমজীবী মানুষেরা। সারাদিনের ঝুম বৃষ্টি উপেক্ষা করেই রিকশার প্যাডেল ঘোরান রিকশাচালক, খাবার ডেলিভারি দিচ্ছেন ডেলিভারিম্যান, পলিথিন মুড়িয়ে পান-সিগারেট নিয়ে বসেন বৃদ্ধ ব্যবসায়ী। রাজধানীর কড়াইল বস্তি থেকে ছবিগুলো তোলা।
-
বৃষ্টিতে ভিজে জ্বালানিবাহী ভ্যান নিয়ে গন্তব্যের দিকে পা বাড়িয়েছেন একজন ভ্যানচালক। বৃষ্টি থামার জন্য অপেক্ষা করার সুযোগ নেই তার। ছবি: মাহবুব আলম
-
ফুটপাতে তার অস্থায়ী চা, পান, সিগারেটের দোকান। শরীর ও মালামালে পলিথিন জড়িয়ে টানা বৃষ্টিতেও বসে আছেন তিনি ক্রেতার আশায়। মাঝে মাঝে আকাশের দিকেও তাকান। ছবি: মাহবুব আলম
-
মাথায় পলিথিন পেঁচিয়ে দুই চাকার ভ্রাম্যমাণ দোকান নিয়ে ছুটছেন তিনি। শহরজুড়ে অতিবৃষ্টিতেও তার বিশ্রাম নেই। এতেই নিহীত আছে তার জীবিকা। ছবি: মাহবুব আলম
-
মাথায় গামছা এবং শরীরে জড়ানো পলিথিন। হাতে কিছু বাজার। এই বৃষ্টিতেও যেন তার ঘরে ফেরার তাড়া। এই গুঁড়া মাছ এবং পান নিয়ে তাকে সময়মতো পৌঁছতেই হবে। ছবি: মাহবুব আলম
-
দুই চাকার গাড়িতে জ্বালানি কিংবা ভোজ্যতেল নিয়ে গন্তব্যে ছুটছেন তিনি। মাথায় ধরে আছেন ছাতা। অতিবৃষ্টিতেও ঘরে বসে থাকার উপায় নেই এমন শ্রমজীবীর। ছবি: মাহবুব আলম
-
বাইসাইকেলে ফুড ডেলিভারি করতে ছুটে যাচ্ছেন ডেলিভারিম্যান। পরনে রয়েছে রেইন কোট। পাশেই একজন ছাতা মাথায় দিয়ে ছুটে যাচ্ছেন নিজের লক্ষ্যে। ছবি: মাহবুব আলম
-
প্রচণ্ড বৃষ্টিতে যাত্রীর আশায় নিজের রিকশায় হুড তুলে বসে আছেন চালক। পলিথিনে ঢেকে রেখেছেন শরীরের অর্ধেক। তার পেছনেই রেইন কোট পরে বসে আছেন অন্য চালক। ছবি: মাহবুব আলম