কবি শহীদ কাদরীর প্রতি শ্রদ্ধা নিবেদন
কবি শহীদ কাদরীর প্রতি শ্রদ্ধা নিবেদন নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
সদ্য প্রয়াত কবি শহীদ কাদরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে। কবিকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ সেখানে আনা হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
বাংলা একাডেমির পক্ষ থেকে কবি শহীদ কাদরীর প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। আজ (বুধবার) সকাল ৮টা ৪০ মিনিটে তার মরদেহ নিউইয়র্ক থেকে বিমানযোগে ঢাকায় এসে পৌঁছায়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
কবির প্রতি শ্রদ্ধা জানাতে কান্নায় ভেঙে পড়েছেন ছড়াকার আকতার হুসেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
ঋষিজ শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছেন লোকসংগীত শিল্পী ফকির আলমগীর। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
কবি শহীদ কাদরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন জনপ্রিয় কথা সাহিত্যিক আনিসুল হক। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
সব রকমের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে লাশ দাফন করা হবে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
উল্লেখ্য, গত রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে নিউ ইয়র্কের নর্থ শো’র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবি শহীদ কাদরী। ছবি : মাহবুব আলম।