কিশোরগঞ্জের হাওরের চোখ জুড়ানো দৃশ্য
চোখ জুড়ানো হাওরের দৃশ্য নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে
-
দেশের অন্যতম হাওর সমৃদ্ধ জেলা কিশোরগঞ্জ। এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা ছুটে আসেন। ছবি : মাহবুব আলম।
-
হাওরের মানুষ তাদের দৈনন্দিন কাজের জন্য এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ার জন্য ট্রলার ব্যবহার করে থাকে। নামাজের সময় হয়ে যাওয়ায় ট্রলারেই নামাজ পড়ছেন মুসল্লিরা। ছবি : মাহবুব আলম।
-
হাওরের মৎস্য জীবন। ছোট নৌকায় জাল ফেলে মাছ ধরা হচ্ছে। ছবি : মাহবুব আলম।
-
হাওরের থৈ থৈ পানির মাঝে ঘর-বাড়ি। মনে হচ্ছে ছোট দুইটি দ্বীপ। ছবি : মাহবুব আলম।
-
হাওর নয় যেন বড় কোনো নদীর অথৈ জলরাশি। জলরাশিতে ছুটে চলছে নৌকা। ছবি : মাহবুব আলম।
-
হাওরের মাঝে মাছ ধরার উৎসব চলছে। এই সব মাছ ধরে জীবীকা নির্বাহ করে। ছবি : মাহবুব আলম।
-
কিশোরগঞ্জের এসব হাওরের মানুষ বছরের প্রায় ছয় মাস পানিবন্দি থাকে। ছবি : মাহবুব আলম।