আজকের আলোচিত ছবি: ২৮ জুন ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
শেখ হাসিনার নেতৃত্বে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর দেশে উন্নয়নের স্বর্ণযুগ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আবদুস সালাম। ছবি: সংগৃহীত
-
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী আজ ঢাকার নিউ বেইলি রোডে গাইড অডিটোরিয়ামে বাংলাদেশ গার্ল গাইডের জাতীয় পর্যায়ে হলদে পাখিদের মাঝে ‘নীল কমল অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান করেন। ছবি: পিআইডি
-
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ আজ ঢাকার আগারগাঁওয়ে সমবায় ভবনের সম্মেলন কক্ষে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে চলতি বছরের ২ জানুয়ারি ও ৮ ফেব্রুয়ারি অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এরপর থেকে ওই এলাকায় বড় দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা করছিল ফায়ার সার্ভিস। ওই ঘটনার পাঁচ মাসের মাথায় ২৭ জুন দিবাগত রাতে অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়। ছবি: জাগো নিউজ
-
প্রতিদিনই হাজারো মানুষের পদভারে মুখর থাকে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। ছুটির দিনে থাকে উপচেপড়া ভিড়। রোদ-বৃষ্টি উপেক্ষা করে সাপ্তাহিক ছুটির দিনও মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় দেখা যায় দর্শনার্থীদের ভিড়। ছবি: জাগো নিউজ