আজকের আলোচিত ছবি: ২০ জুন ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
চিকিৎসায় কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, চিকিৎসায় কোনো নেগ্লেজেন্সি বা অবহেলা আমি মেনে নেবো না। মানুষের জীবন কিন্তু একটাই। চলে গেলে আর আসে না। আজ দুপুরে ঢাকায় বিভিন্ন বেসরকারি হাসপাতাল পরিদর্শন শেষে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে তিনি ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগ, মেডিকেল চেকআপ রুম, এন্ডোসকপি ও কলোনস্কপি বিভাগ, সিসিইউ বিভাগসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। ছবি- জাগো নিউজ
-
মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। একইসঙ্গে বেলা ১১টা থেকে ভারী বৃষ্টি অব্যহত রয়েছে। মুষলধারে এই বৃষ্টির মধ্যেও থেমে নেই কুয়াকাটায় আগত পর্যটকদের সমুদ্রবিলাস। এতে সমুদ্রস্নান, ছবি তোলাসহ হৈ-হুল্লোড়ে মেতেছেন পর্যটকরা। তবে অনেক পর্যটক অবাধে বিচরণ, গন্তব্যে ফেরা বা শিশুদের নিয়ে বের হতে না পেরে হোটেলে সময় কাটাচ্ছেন। ছবি-জাগো নিউজ
-
লালমনিরহাটে ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা, ধরলা, সানিয়াজান নদীর পানি বেড়েই চলেছে। নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করে ঘরবাড়ি ও রাস্তাঘাট ডুবে বন্যার সৃষ্টি হয়েছে। তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে জেলার ৫ উপজেলার প্রায় ৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। আজ সকাল ৯টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ০০ সেন্টিমিটার। যা বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)। ছবি- জাগো নিউজ
-
বাংলাদেশের টেলিযোগাযোগ ও আইসিটি খাতে বিনিয়োগ বাড়াতে চায় মালয়েশিয়া। পারস্পরিকভাবে সে পরিবেশ তৈরিতে দুইদেশ একসঙ্গে কাজ করবে বলে বিশ্বাস করে মালয়েশিয়া। আজ সকালে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মো. হাসিম এ আগ্রহের কথা জানান। ছবি- সংগৃহীত
-
তীব্র তাপপ্রবাহে চলতি বছর এখন পর্যন্ত ৯২২ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার অনেক হজযাত্রীই নিখোঁজ হওয়ায় তাদের পরিবারের সদস্য এবং স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এবারের হজের সময় প্রচণ্ড তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছেন সৌদিতে অবস্থানরত বিভিন্ন দেশের হজযাত্রীরা। এএফপির প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে নিযুক্ত মিশরের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের এক হাজার ৪০০ হজযাত্রী নিখোঁজ হয়েছে। পরবর্তীতে ৬০০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ছবি- এএফপি