তীব্র ভূমিকম্পে আতঙ্কিত রাজধানীবাসী
তীব্র ভূমিকম্পে আতঙ্কিত রাজধানীবাসীর ছবি নিয়ে এই অ্যালবাম।
-
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে। এতে রাজধানীবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছবি : হোসেন ইমরাত রিমেন।
-
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে দেশজুড়ে তীব্র ভূকম্পন অনুভূত হয়। ছবি : হোসেন ইমরাত রিমেন।
-
বিভিন্ন বহুতল ভবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা ভূমিকম্পের আতঙ্কে নিচে নেমে অবস্থান করে। ছবি : হোসেন ইমরাত রিমেন।
-
যুক্তরাষ্ট্রের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৮। ছবি : হোসেন ইমরাত রিমেন।
-
বহুতল ভবন থেকে নেমে অনেকেই নিকটাত্মীয়দের খোঁজ নিতে দেখা যায়। ছবি : হোসেন ইমরাত রিমেন।
-
বহুতল ভবনের লোকজন নিচে নেমে রাস্তায় অবস্থান নেওয়ার কারণে রাস্তায় যানজট তৈরি হয়। ছবি : হোসেন ইমরাত রিমেন।