কোরবানির পশু বিক্রিতে লাভবান কুষ্টিয়ার কৃষকরা
কোরবানির পশু বিক্রি করে লাভবান হচ্ছেন কুষ্টিয়ার কৃষকরা এই নিয়ে অ্যালবাম।
-
আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে কুষ্টিয়া জেলা থেকে প্রায় ২ লক্ষ পশু দেশের বিভিন্ন হাটে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়েছে। ছবি : আল-মামুন সাগর।
-
কুষ্টিয়াতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন পশু ব্যবসায়ীরা। এসব ব্যবসায়ীরা ইতোমধ্যেই জেলার বিভিন্ন পশুহাট এমনকি বাড়ি-বাড়ি ঘুরে পশু কিনে নিয়ে যাচ্ছেন। ছবি : আল-মামুন সাগর।
-
ভাল দামে গরু বিক্রি করতে পারায় কুষ্টিয়া অঞ্চলের গো-খামারি এবং কৃষকদের মুখেও হাসি ফুটেছে। ছবি : আল-মামুন সাগর।
-
তবে কুষ্টিয়ারর খামারি এবং কৃষকদের এই হাসি শেষ পর্যন্ত থাকবে কিনা এ নিয়ে নানা সংশয় দেখা দিয়েছে। ছবি : আল-মামুন সাগর।
-
গত বছর কুষ্টিয়ার গো-খামারি ও কৃষকেরা গরুর ভাল মূল্য পাওয়ায় এবারো পশুর যত্ন নিতে শুরু করেছে। এলাকার গ্রাম-গঞ্জে এমন কোনো বাড়ি নেই যেখানে ২/৪টি কোরবানির পশু পাওয়া যাবে না। ছবি : আল-মামুন সাগর।
-
এছাড়া ঈদকে সামনে রেখে জেলার বিভিন্ন এলাকায় হাজার হাজার গো-খামার গড়ে উঠেছে। ছবি : আল-মামুন সাগর।
-
সরেজমিনে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সরকারি হিসাবের চাইতে বাস্তবে এ জেলায় খামার এবং কোরবানির পশুর সংখ্যা অনেক বেশি। ছবি : আল-মামুন সাগর।
-
কুষ্টিয়া সদর উপজেলা, কুমারখালী, খোকসা, দৌলতপুর উপজেলায় সবচেয়ে বেশি কোরবানির পশু রয়েছে। বাড়ছে ক্রেতা ও বিক্রেতাদের ভিড়। ছবি : আল-মামুন সাগর।
-
কোরবানির পশু কেনার জন্য মূলত রোজার পর থেকেই দেশের বড় বড় ব্যাপারীরা কুষ্টিয়া জেলায় আনাগোনা শুরু করেছেন। ছবি : আল-মামুন সাগর।