দিনাজপুরে ব্যাঙের বিয়ে!
দিনাজপুরে বৃষ্টির প্রত্যাশায় ব্যাঙের বিয়ে এ নিয়ে অ্যালবাম।
-
দিনাজপুরের বিরল উপজেলায় বৃষ্টির আশায় ব্যাপক আয়োজনে ব্যাঙের বিয়ে দেয়া হয়েছে। ছবি : এমদাদুল হক মিলন।
-
ব্যাঙের বিয়েতে গ্রামবাসীসহ প্রায় ৫০০ আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। রং মেখে নেচে-গেয়ে ব্যাঙের বিয়ে দেয়া হয়। ছবি : এমদাদুল হক মিলন।
-
শনিবার (২০ আগস্ট) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এই বিয়ের অনুষ্ঠান। সকলের মনের বিশ্বাস ব্যাঙের বিয়ে দিলেই অনাবৃষ্টি কেটে যাবে। ছবি : এমদাদুল হক মিলন।
-
ব্যাঙের বিয়ে হিন্দু-মুসলিম সবাই মিলে এ আয়োজন করা হলেও বিয়েতে পালন করা হয় হিন্দু সম্প্রদায়ের বিয়ের নিয়ম-কানুন। ছবি : এমদাদুল হক মিলন।
-
ব্যাঙের বিয়ের আয়োজন করে বিরল উপজেলার ভারাডাঙ্গী বেতুড়া পশ্চিম পাড়া গ্রামের মানুষ। ছবি : এমদাদুল হক মিলন।
-
ব্যাঙের বিয়ে উপলক্ষে রঙ মাখামাখি করছেন সবাই। ছবি : এমদাদুল হক মিলন।
-
ব্যাঙের বিয়ে উপলক্ষে কলাগাছ ও ফুল দিয়ে সাজানো মাড়োয়ায় সকাল থেকে গ্রামবাসী আসতে শুরু করে। ছবি : এমদাদুল হক মিলন।
-
আনন্দ ফুর্তির জন্য ব্যাঙের বিয়ে উপলক্ষে বাজানো হয় মাইক। রং মেখে, কাদা মেখে শুরু হয় নাচ-গান। ছবি : এমদাদুল হক মিলন।
-
ব্যাঙের বিয়ে দিয়ে নাচ গান করছেন এই নারী। গ্রামের মানুষ বর-কনেকে দেখে টাকাসহ বিভিন্ন প্রকার উপহার দিয়েছেন। ছবি : এমদাদুল হক মিলন।