দেশি মাছে ভরপুর মেরাদিয়া বাজার
সারাদেশের মতন রাজধানীতেও শীত বেড়েছে। আর এই শীতে শুকিয়ে গেছে হাওর-বাওরের পানি। ধরা পড়ছে নানা রকমের দেশি মাছ।
-
রাজধানীর মেরাদিয়া বাজারে দেখা মিলেছে দেশি প্রজাতির কৈ, শোল, বাইম, গুতুম ও পুঁটি মাছের। ছবি: মাহবুব আলম
-
এছাড়া চিংড়ি মাছও রয়েছে। তবে এসব চিংড়ি বাজারে চাষ বা সামুদ্রিক নয়। বিক্রেতারা বলছে এগুলো সব দেশি চিংড়ি। ছবি: মাহবুব আলম
-
মেরাদিয়া বাজারে দেশি কৈ মাছ আকার ভেদে ৬০০-১০০০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ছবি: মাহবুব আলম
-
শোল মাছ বিক্রি হচ্ছে ৫৫০ টাকায়। ছবি: মাহবুব আলম
-
এছাড়া বাইম মাছ এক হাজারে ও গুতম মাছ বিক্রি হচ্ছে ১২০০ টাকা কেজি দরে। ছবি: মাহবুব আলম
-
বাজারে পাওয়া যাচ্ছে দেশি জাতের পুঁটি মাছও। বর্তমানে এই মাছ খুব একটা চোখে পড়ে না। বিশেষ করে শহরে এসব মাছ পাওয়া যায় না বলেই চলে। ছবি: মাহবুব আলম
-
শোল মাছের পাশাপাশি ছোট-বড় টাকি মাছও রয়েছে। ছবি: মাহবুব আলম
-
দেশি মাছ দেখে অনেকেই ভিড় করছে বাজারে। তবে দাম বেশি হওয়ায় ইচ্ছে থাকলে কেনা সম্ভব হচ্ছে না অনেকেরই। ছবি: মাহবুব আলম