মারা গেল বঙ্গবাহাদুর
ভারত থেকে আসা বঙ্গবাহাদুরকে নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
ভারতের আসাম থেকে বানের পানিতে ভেসে আসা বুনো হাতিটি মারা গেছে। হাতিটির নাম দেওয়া হয়েছিলো বঙ্গবাহাদুর।
-
লোকালয় থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়ার মধ্যেই মারা গেছে বঙ্গবাহাদুর নামের এই হাতিটি।
-
হাতি উদ্ধারকারী দলের সদস্য ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানান, মঙ্গলবার সকাল ৭টায় সরিষাবাড়ি উপজেলার কয়রা গ্রামের বাদা বিলে বঙ্গবাহাদুর মারা যায়।
-
এক মাসের বেশি সময় ধরে পিছু পিছু ঘোরার পর গত ১১ অগাস্ট ট্রাঙ্কুলাইজার দিয়ে অচেতন করে ডাঙ্গায় তোলা হয় হাতিটিকে। পায়ে শিকল ও রশি দিয়ে একটি আমগাছের সঙ্গে বঁধে রেখে শুরু হয় সরিয়ে নেওয়ার প্রক্রিয়া।
-
পরিকল্পনা ছিল হাতিটিকে সাফারি পার্কে ছেড়ে দেওয়া হবে। কিন্তু কীভাবে তা করা হবে, তা নিয়ে চিন্তায় ছিলেন বন বিভাগের কর্মকর্তারা।
-
সোমবার কড়া রোদের মধ্যে অসুস্থ বঙ্গবাহাদুর বাইদ্যা বিলের কাদাপানিতে পড়ে যায়।