মুন্সীগঞ্জে শাপলা বিক্রি করে চলছে শতাধিক পরিবার
মুন্সীগঞ্জে শাপলা বিক্রি করে চলছে শতাধিক পরিবার এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
জাতীয় ফুল শাপলা এখন জনপ্রিয় সবজিতে পরিণত হয়েছে। সাধারণ মানুষ সেই শাপলা এখন মজাদার তরকারি হিসেবে খাচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
অন্যদিকে শাপলা ফুল বিক্রি করে জীবীকা নির্বাহ করছে মুন্সীগঞ্জের সিরাজদীখান, লৌহজং ও শ্রীনগর উপজেলার শতাধিক পরিবার। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
চার থেকে পাঁচ মাস কৃষিজমি পানির নিচে থাকায় কৃষকের হাতে কোনো কাজ থাকে না। তাই তারা এসময় এলাকার খাল-বিল থেকে শাপলা সংগ্রহ করে জীবন চালায়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
এদিকে বর্ষার এই মৌসুমে জেলার বিভিন্ন জায়গায় শাপলার যেমন হাট বসছে, তেমনি বাড়ি বাড়ি ফেরি করেও বিক্রি করা হচ্ছে শাপলা। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
তেমন কোনো পুঁজির প্রয়োজন না হওয়ায় বিভিন্ন বয়সের লোক এ পেশায় অংশ নিয়ে জীবীকা নির্বাহ করছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
লতব্দী ইউনিয়নের চর নিমতলার বিল থেকে শাপলা সংগ্রহকারী মো. মিজান জানান, একেকজন কমপক্ষে ৪০ থেকে ৫০ মুঠো শাপলা সংগ্রহ করতে পারে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
পাইকাররা সংগ্রহকারীর কাছ থেকে এসব শাপলা সংগ্রহ করে একত্রিত করে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
সিরাজদীখানের রসুনিয়া, ইমামগঞ্জ তালতলায়, হাসাড়া, ছনবাড়ীর মোড় ও আড়িয়াল বিলের পাশে শাপলার পাইকারি বাজার রয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
ঢাকার পাইকার ছহির মিঞা জানান, শাপলা সংগ্রহকারীদের কাছ থেকে এক মুঠো ২০ টাকায় ক্রয় করা হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।