পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে মানুষের ঢল
ভোরের আলো ফোটার আগেই জনসমাবেশে যোগ দিতে হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন স্থান থেকে এসেছে। আজ সকালে পদ্মাসেতুর এ্যাপ্রোচ সড়কে দেখা গেছে শত শত বাসের দীর্ঘ সারি। ছবিতে দেখুন পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে মানুষের ঢল।
-
চুয়াডাঙ্গাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বাস ভরে সাধারণ মানুষ এসেছেন পদ্মাসেতুর উদ্বোধনী জনসভায়। ছবি: একেএম নাসিরুল হক
-
বাস থেকে নেমে হেঁটে জনসভাস্থলের দিকে যাচ্ছে সাধারণ মানুষ। ছবি: একেএম নাসিরুল হক
-
চুয়াডাঙ্গা থেকে আসা মো.তানভীর জাগো নিউজকে বলেন,আমাদের দুই শতাধিক বাস এসেছে। মহাসড়কে বাসে আটকে আছে। আমরা হেঁটে সমাবেশ স্থলের দিকে যাচ্ছি। ছবি: একেএম নাসিরুল হক
-
শিবচরের পাঁচ্চর থেকে পদ্মাসেতুর এ্যাপ্রোচ সড়কের দীর্ঘ কয়েক কিলোমিটার জুড়ে দূরপাল্লার অসংখ্য বাসের দীর্ঘসারি। বাস থেকে নেমে লোকজন হেঁটে জনসভার দিকে যাচ্ছেন। পাঁচ্চর এলাকার সুমন শীল বলেন, দুই কিলোমিটার পথ হেঁটে সমাবেশে যাচ্ছি। পদ্মাসেতু উদ্বোধন হচ্ছে এই আনন্দের কাছে পথের ক্লান্তি ¤øান। ছবি: একেএম নাসিরুল হক
-
শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটের জনসভাবেশ স্থল ভোর থেকেই মানুষের পদচারণায় মুখোর হয়ে উঠছে। বেলা বাড়ার সাথে সাথে কানায় কানায় ভরে উঠবে সমাবেশ এলাকায়। সড়কে আসা মানুষের উপস্থিতিতে এমনটাই মনে করছেন স্থানীয়রা। ছবি: একেএম নাসিরুল হক