ভয়াবহ রূপ নিয়েছে সিলেটে বন্যার পানি
সিলেটে ২৪ ঘণ্টার মধ্যেই পানি বেড়ে মানুষের ঘর-বাড়ি ভাসিয়ে নিয়ে গেছে বন্যার পানি। একদিনে বন্যার এমন ভয়াবহ রূপ আগে দেখেননি সিলেটের মানুষজন।
-
বন্যার পানির এমন আকস্মিক বৃদ্ধিতে হতবাক হয়ে পড়েন বন্যায় ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষ। বন্যার এমন আকস্মিক আগমনে সিলেট সিটি করপোরেশনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও অবাক। ছবি: ছামির মাহমুদ
-
পানিতে আটকা মানুষের সাহায্যের জন্য কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা। ছবি: ছামির মাহমুদ
-
পানির স্রোত ভাসিয়ে নিয়ে যাচ্ছে সব। ছবি: ছামির মাহমুদ
-
হঠাৎ করে ভয়াবহ রূপ নেওয়া বন্যার শিকার লোকজন আশ্রয়কেন্দ্রে গিয়েও জায়গা পাচ্ছেন না। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন সিলেটের বানভাসি মানুষজন। ছবি: ছামির মাহমুদ
-
কে কোথায় আশ্রয় নেবেন তা বুঝতে পারছেন না বন্যার্ত মানুষ। মানুষকে নিরাপদ আশ্রয়ে নিতে চেষ্টা চালাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। ছবি: ছামির মাহমুদ
-
বন্যার্ত মানুষের জন্য শুকনো খাবার সরবরাহের চেষ্টা করছেন সেনা সদ্যরা।
-
পানিতে ভাসছে সিলেট শহর। ছবি: ছামির মাহমুদ