পদ্মা সেতু পারাপারে অপেক্ষার দিন শেষ
দেশের দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন খুব শিগগির শেষ হতে যাচ্ছে। আগামী মাসের শেষের দিকে এই সেতুটি উদ্বোধন হবে বলে জানা গেছে।
-
পদ্মা সেতুসহ মাওয়া প্রান্তের সংযোগ সড়কের পিচঢালাইয়ের (কার্পেটিং) কাজ শেষ হয়েছে। ছবি: ছবি: হুমায়ূন আহমেদ বিলাস
-
এই সেতু পার হয়ে বাড়ি ফিরবে দেশের দক্ষিণাঞ্চলের কোটি মানুষের স্বপ্ন। ছবি: ছবি: হুমায়ূন আহমেদ বিলাস
-
শুধু দক্ষিণাঞ্চলের মানুষ নয়, পুরো দেশের মানুষ পদ্মা সেতুর উদ্বোধনের অপেক্ষায় রয়েছেন। ছবি: ছবি: হুমায়ূন আহমেদ বিলাস
-
পদ্মার বিশাল জলরাশির উপর দিয়ে ছুটে চলবে যাত্রীবাহী গাড়ি, ভাবতেই মনটা আনন্দে ভরে যাচ্ছে। ছবি: ছবি: হুমায়ূন আহমেদ বিলাস
-
পদ্মা সেতু চালু হলে দেশের অর্থনীতিতে বিরাট ইতিবাচক প্রভাব ফেলবে বলে অর্থনীতিবিদরা জানিয়েছেন। ছবি: ছবি: হুমায়ূন আহমেদ বিলাস
-
৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সেতুর কাজ ২০১৪ সালে শুরু হয়। ছবি: ছবি: হুমায়ূন আহমেদ বিলাস