ফুলেল শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
আজ অমর একুশে ফেব্রুয়ারি। ফুলেল শ্রদ্ধায় জাতি মহান একুশের ভাষাশহীদদের স্মরণ করছে। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
-
একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
শহীদ মিনারে মহান ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। ছবি: মাহবুব আলম
-
অমর একুশের শহীদদের ফুলেল শ্রদ্ধা নিবেদন করছে বাংলাদেশ জাতীয়বাদীয় কেন্দ্রীয় কমিটি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। আজ সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় শহীদ মিনারে স্বাচিপের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজের নেতৃত্বে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
একুশের ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে বড়দের সঙ্গে এসেছে শিশুটিও। এভাবেই ভাষার প্রতি ভালোবাসা ছড়িয়ে পড়বে আমাদের প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে। ছবি: মাহবুব আলম
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে এসেছে। ছবি: মাহবুব আলম
-
অমর একুশের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। ছবি: মাহবুব আলম