অনন্য শেখ হাসিনা
জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ‘অনন্য শেখ হাসিনা, বাংলাদেশ: উন্নয়নের এক যুগ’ শিরোনামে বিশেষ সংবাদ চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ছবিতে দেখুন এ প্রদশর্নীর কিছু দৃশ্য।
-
এ প্রদর্শনীতে স্থান পেয়েছে প্রধানমন্ত্রীর শৈশব, কৈশোর, যৌবন, রাজনীতিক ও রাষ্ট্রনায়কের সফল সংবাদ চিত্র। এমনকি তার সফলতার এ চিত্র দেখে বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনেইট প্রিফন্টেইন। ছবি: সিরাজুজ্জামান
-
আজ (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বানানীতে অবস্থিত রাজধানীর বনানীস্থ শেরাটনে এই সংবাদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। হোটেলটির ১২ তলায় এই আয়োজন করা হয়। যা চলবে তিনদিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জাতীয় এবং আনতর্জাতিকভাবে তার অবদান অর্জন নিয়ে বিশেষ চিত্র প্রদর্শনী বা সংবাদ চিত্র। ছবি: সিরাজুজ্জামান
-
সংবাদ চিত্র ঘুরে দেখে বেনেইট প্রিফন্টেইন বলেন, এর আগে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে এত কিছু জানতাম না। কিন্তু এই দেশ এবং প্রধানমন্ত্রী সম্পর্কে, শেখ হাসিনার পরিবার সম্পর্কে জানতে পেরে অনেক ভালো লাগলো। আমি আশা করি আমরা দুই দেশ একসাথে কাজ করে আরো এগিয়ে যাবো। ছবি: সিরাজুজ্জামান
-
প্রদর্শনী সরেজমিন ঘুরে দেখা গেছে, শুরুতেই শিশুকালে বঙ্গবন্ধুর সাথে প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা ছবি। এছাড়াও প্রধানমন্ত্রীর শৈশবকালের ছবি, দাদা শেখ লুৎফর রহমান আজাদী, দাদি সায়রা খাতুনের সঙ্গে ছবি স্থান পেয়েছে। আর শিরোনামে লেখা হয়েছে ‘আদরের নাতনি শেখ হাসিনার ছবি’ আরেকটি ছবির ক্যাপশন- ‘টুঙ্গিপাড়া কাদা মাটি জলে বেড়ে উঠেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’। ছবি: সিরাজুজ্জামান
-
মহান মুক্তিযুদ্ধের পর ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে শেখ হাসিনা, এছাড়াও পথে নামলেন ছয় দফা দাবিতে গণ-অভ্যুত্থানের অগ্নিঝরা দিনের ছবি স্থান পেয়েছে। ছবি: সিরাজুজ্জামান
-
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ‘অমাবস্যার কাল’ নামে শেখ হাসিনার ছবি, রাজনীতি কেড়ে নিয়েছে তার প্রিয় মানুষগুলোকে এবং সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের ফিরিও ১৯৮১ সালের ১৭মে দেশে ফিরলেও ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে তাকে ঢুকতে না দেওয়ার ছবিও স্থান পেয়েছে সেখানে। এরপর ‘জীবনের যাত্রাপথ’ শিরোনামে বঙ্গবন্ধুর কন্যার শেখ হাসিনার জন্ম এবং পরিচয় তুলে ধরা হয়েছে। ছবি: সিরাজুজ্জামান
-
‘মা, আগামী পরশু বাবা আসবেন’ শিরোনামে শেখ হাসিনাকে তার মা সান্ত্বনা দিচ্ছেন এরকম ছবি স্থান পেয়েছে। যা দেখে চোখে জল এসে যায়। আবেগ আপ্লুত করে হৃদয়কে। এছাড়া বঙ্গবন্ধুর পরিবারের মাঝে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, মুক্তিযুদ্ধের পর ধানমন্ডির বাড়িতে ভাইবোনদের সঙ্গে শেখ হাসিনা, ফজিলাতুন্নেছা মুজিব, ছোট বোন শেখ রেহানা ছোট ভাই শেখ রাসেলের সঙ্গে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছবিও স্থান পেয়েছে। ছবি: সিরাজুজ্জামান
-
‘বঙ্গবন্ধু কন্যার স্বদেশ প্রত্যাবর্তন’ শিরোনামে ছবিগুলোর ক্যাপশেন লেখা ১৯৮১ সালের ১৭ মে পিতা আর স্বজনদের রক্তে ভেজা স্বদেশে পা রেখেছিলেন বঙ্গবন্ধু শেখ হাসিনা। বিমান থেকে নামার পর চোখের জলে তাকে বরণ করে নেয় বাংলাদেশের মানুষ। ছবি: সিরাজুজ্জামান
-
‘ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম’ ছবিগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন জনসমাবেশ সংগ্রাম এবং বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার ছবি স্থান পেয়েছে। সেখানে মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় তার সফর নিয়ে উল্লেখযোগ্য ছবিগুলো রাখা হয়েছে। ছবি: সিরাজুজ্জামান
-
প্রদর্শনীর ছবিগুলো দর্শকদের হৃদয়ে ছুঁয়ে যায়। ছবি: সিরাজুজ্জামান