রসালো ফলে ভরপুর বাজার
জ্যৈষ্ঠ ‘মধু মাস’ কিনা এ নিয়ে বেশ বিতর্ক থাকলেও এ মাসে পাওয়া যায় মধুর মত মিষ্টি রসালো ফল। সারাদেশ থেকে রাজধানীতে আসে বাহারি এসব ফল।
-
আজ সকালে রাজধানী বাড্ডার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে মৌসুমী নানান ফলের সমাহার। ছবি: মাহবুব আলম
-
‘ফলের রাজা আম’ বলে পরিচিত এই ফলটি সবচেয়ে বেশি দেখা গেছে বাজারে। ছবি: মাহবুব আলম
-
রাজশাহীর আম ছাড়াও দেশের বিভিন্ন জেলার আম পাওয়া যাচ্ছে রাজধানীর বাজারে। ছবি: মাহবুব আলম
-
ক্রেতাদের আকৃষ্ট করার জন্য একটি আম কেটে রাখা হয়েছে। ছবি: মাহবুব আলম
-
রসালো লিচু। অন্যান্য মৌসুমী ফলের চেয়ে লিচুর দাম একটু বেশি। ছবি: মাহবুব আলম
-
এক বিক্রেতা ক্রেতাদের লিচু দেখাচ্ছেন ক্রেতাদেরকে। ছবি: মাহবুব আলম
-
লিচু বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, ক্রেতারা দিনাজপুরের লিচু বেশি পছন্দ করেন। ছবি: মাহবুব আলম
-
পানি তালেরও বেশ কদর রয়েছে রাজধানীজুড়ে। ছবি: মাহবুব আলম
-
জামের কেজি ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। ছবি: মাহবুব আলম
-
আনারস সারাবছর কমবেশি পাওয়া গেলেও এখন প্রচুর আনারস মিলছে বাজারে। ছবি: মাহবুব আলম