বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা-এ নিয়ে এবারের অ্যালবাম।
-
দুই শ্রমিক সংগঠনের দ্বন্দ্বে সায়েদাবাদ বাস টার্মিনালে দূরপাল্লা এবং আন্তঃজেলার বাস চলাচল বন্ধ রয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
থেমে থেমে দুই পক্ষের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
সরেজমিনে দেখা গেছে, সায়েদাবাদ যাত্রাবাড়ী থেকে পূর্বাঞ্চলের জেলাগুলোর সঙ্গে যোগাযোগ পুরো বিচ্ছিন্ন রয়েছে। একই সঙ্গে ওই এলাকার অফিস আদালতগামীরাও পড়েছেন চরম ভোগান্তিতে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
বেশির ভাগ লোকজনকে কর্মস্থলের উদ্দেশে হেঁটে রওয়ানা দিতে দেখা গেছে। অনেককে আবার ভ্যান, পিকআপে করে গন্তব্যে যেতে দেখা যায়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
জানা গেছে, দীর্ঘ দিন ধরে বঙ্গভবনের পূর্বদিকে অবস্থিত শ্রমিক ইউনিয়নের কার্যালয়টি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণে রয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
বাস ধর্মঘটে ভোগান্তির শিকার যাত্রীরা কোথায় যাবে কিছুই ভেবে পাচ্ছেন না। ছবি : বিপ্লব দিক্ষিৎ।