স্বপ্নজয়ী তিন কন্যা
সংগ্রামী তিন কন্যাকে নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
সংগ্রামী তিন কন্যা সোনিয়া, রিপা, রোজিনার আজ তাদের ক্যারিয়ার গড়ে নিয়েছেন। তাদের স্বপ্ন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেছে বিটাক (বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে) ও আরএফএল গ্রুপ। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
স্বপ্নজয়ী রোজিনা আক্তার জাগো নিউজকে বলেন, ‘অনেকে পড়াশোনা শেষ করেও চাকরি পান না। অথচ আমি এইচএসসি পাস করে প্রশিক্ষণের মাধ্যমে এতো বড় কোম্পানিতে চাকরি পেলাম। সত্যিই আমি ভাগ্যবতী।’ ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
চাকরি পাওয়ায় উচ্ছ্বস প্রকাশ করে রিপা আক্তার জাগো নিউজে বলেন, ‘এইচএসসি শেষ করেই যে চাকরি পেয়ে যাবো তা ভাবিনি। তাই চাকরিটা পেয়ে নিজেকে ভাগ্যবতীই মনে হচ্ছে।’ ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
জাগো নিউজ কার্যালয়ে স্বপ্নজয়ী তিন কন্যা সাক্ষাৎকার দিচ্ছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
চাকরি পাওয়ার পর অনুভূূতি ব্যক্ত করতে গিয়ে সোনিয়া আক্তার জাগো নিউজকে বলেন, ‘আমি বিটাক আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করি। তিন মাসব্যাপী কর্মশালা শেষে দেশের একটি বড় কোম্পানির নিয়োগপত্র পেয়েছি।’ ছবি : বিপ্লব দিক্ষিৎ।