কেন্দ্রীয় কারগার এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা
মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর নিয়ে কেন্দ্রীয় কারাগার এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা।
-
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর নিয়ে কেন্দ্রীয় কারাগার এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নেওয়া হয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
গতকাল থেকে কেন্দ্রীয় কারাগার এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
এদিকে সাজা পুনর্বিবেচনার আবেদন খারিজের রায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে পড়ে শোনানো হয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ফাঁসির প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন কারা কর্তৃপক্ষ। কেন্দ্রীয় কারাগার সূত্রে এ তথ্য জানা গেছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
বৈঠকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. ইকবাল, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির, জেলার নেসার আলমসহ বেশ কয়েকজন কারা কর্মকর্তা উপস্থিত ছিলেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
এর আগে কারাগারের ভেতরে ঢুকে ফাঁসির মঞ্চসহ আশপাশের স্থান পরিদর্শন করে কারা কর্তৃপক্ষ। ছবি : বিপ্লব দিক্ষিৎ।