ছবিতে বাংলা ১২ মাসের ইতিহাস
ছবিতে দেখে নিন বাংলা ১২ মাসের নাম।
-
বৈশাখ : বিশাখা নক্ষত্র থেকে এই মাসের নামকরণ হয়েছে। এ মাসের নাম শুনলেই সবার চোখের সামনে পাকা আমের ছবি ভেসে উঠে।
-
জৈষ্ঠ : জেষ্ঠা নক্ষত্র থেকে এই মাসের নামকরণ হয়েছে। জৈষ্ঠ মাসে ভীষণ গরম পড়ে। হিংস্র বাঘও এ গরমের কাছে হার মেনে যায়।
-
আষাঢ় : অষধা নক্ষত্র থেকে আষাঢ় মাসের নাম এসেছে। আষাঢ়ের কথা মনে হলেই চোখের সামনে ঘন কালো মেঘ ভেসে বেড়ায়।
-
শ্রাবণ : এই সময়ের পূর্ণিমায় চাঁদ শ্রবণা নক্ষত্রের কক্ষপথে অবস্থান করে। শ্রবণা নক্ষত্রের নামেই এ মাসের নাম রাখা হয়েছে। এ মাসে সারাদিন বৃষ্টি ঝরতে থাকে।
-
ভাদ্র : ভদ্রা নক্ষত্রের নাম থেকে এই মাসের নামকরণ করা হয়েছে। ভাদ্রে গ্রাম বাংলায় শুভ্র কাশ ফুল ফোটে।
-
আশ্বিন : অশ্বিনী নক্ষত্রের কক্ষপথে এই সময় চাঁদ অবস্থান করে। তাই এ মাসের নাম আশ্বিন। পূজা-পার্বণের জন্য এই সবার কাছে প্রিয়।
-
কার্তিক : কৃত্তিকা নক্ষত্রের নাম থেকে এই মাসের নাম হয়েছে কার্তিক। এ মাসে নানা রঙ্গে সাজে প্রকৃতি।
-
অগ্রহায়ণ : এই সময় চাঁদ মৃগশিরা নক্ষত্রের কক্ষপথে অবস্থান করে। এই নক্ষত্রের অপর নাম অগ্রহায়ণী। তাই এই মাসের নাম রাখা হয়েছে অগ্রহায়ণ। এ মাসে পাকা ধানের মৌ মৌ গন্ধে চারদিক ভরে যায়।
-
পৌষ: পুষ্যা নক্ষত্রের নাম থেকে এই মাসের নাম হয়েছে পৌষ। এ মাসে মজার মজার পিঠা পাওয়া যায়।
-
মাঘ : মঘা নক্ষত্রের নাম থেকে এই মাসের নাম রাখা হয়েছে মাঘ। এ মাসের প্রচণ্ড শীত উপেক্ষা করেও সবাই নানা ধরনের উৎসব আনন্দে মেতে ওঠে।
-
ফাল্গুন : ফাল্গুনী নক্ষত্রের নামানুসারে এই মাসের নামকরণ করা হয়েছে। এ মাসে তরুণ তরুণীর উতলা মনে নানা রঙ ছড়ায়।
-
চৈত্র : বছরের শেষ এ মাসের নাম এসেছে চিত্রা নক্ষত্র থেকে। এ মাসের শেষের দিকে থাকে বর্ষ বিদায়ের হরেক আয়োজন।