রাজধানীর এই জলাবদ্ধতা দূর হবে কবে?
টানা বৃষ্টি হলেই রাজধানীর গুরুত্বপূর্ণ রাস্তাসহ অনেক অলিগলি পানিতে ডুবে যায়। এ সমস্যা একদিনের নয়। দীর্ঘদিন ধরে চলে আসছে এই সমস্যা। নগরবাসীর প্রশ্ন, কবে এই জলাবদ্ধতা থেকে তারা মুক্তি পাবে?
-
গত দুই দিনের টানা বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ রাস্তা পানিতে ডুবে ছিলো। দৃশ্য দেখে মনে হচ্ছে গাড়িগুলো পানিতে ভাসছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
পানিতে ডুবে বাসটি বিকল হয়ে গেছে। তাই ঠেলে মেরামতের জন্য নিয়ে চেষ্টা করছেন বাসের লোকজন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
সবজির বাজার পানিতে ডুবে আছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
রাস্তা ডুবে সমুদ্র সৈকতের মত হয়ে গেছে। আনন্দে সবাই ফেসফি তোলায় মেতেছে! ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
পানিতে রাস্তা ডুবে যাওয়ায় যান চলাচল বিঘ্নিত। এমন হলে কর্মজীবীদেরও বাসায় বসে থাকতে হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বিশাল জলরাশি ঢেলে চলছে বাস। বাস যেন জলযানে রূপ নিয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
জলাবদ্ধতার এই ভোগান্তি থেকে কবে মুক্তি মিলবে? উত্তর জানা নেই কারো। ছবি : বিপ্লব দিক্ষিৎ