রোহিঙ্গাদের বাংলাদেশ উপাখ্যান
মিয়ানমারের মাটি থেকে বিতাড়িত রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। এখানে তাদের অবর্ণনীয় কষ্ট হলেও সান্ত্বনা একটাই-প্রাণ হারানোর ভয় নেই এদেশের মাটিতে।
-
নৌকায় করে বাংলাদেশে এসেছে এই রোহিঙ্গারা। ২১ সেপ্টেম্বর কক্সবাজারের শাহপরীর দ্বীপ থেকে রোহিঙ্গাদের এই ছবি ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রী মাহবুব আলম।
-
রাতের আঁধার পেরিয়ে দুই শিশু নিয়ে বাংলাদেশে এসেছেন এই রোহিঙ্গা নারী। ছবি : মাহবুব আলম
-
মাতৃভূমি থেকে বিতাড়িত হওয়ার চেয়ে বড় বেদনার আর কী হতে পারে! তাইতো এ রোহিঙ্গা নারী কোলে শিশু সন্তান নিয়ে অঝোরে কাঁদছেন। ছবি : মাহবুব আলম
-
জীবন বাঁচানোর তাগিদে যে যতটুকু পেরেছেন সেটুকু নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে ছুটে এসেছেন বাংলাদেশের মাটিতে। এখন ব্যস্ত তারা একটু আশ্রয়ের সন্ধানে। ছবি : মাহবুব আলম
-
বাংলাদেশের ঘাটে এসে ভিড়েছে রোহিঙ্গা বোঝাই তরী। সবার চোখে মুখে অজানা উৎকণ্ঠা। ছবি : মাহবুব আলম
-
বাংলাদেশে পৌঁছতে পেরে আনন্দিত রোহিঙ্গা শিশুরা। পেছনে ফেলে এসেছে ভয় আর অনিশ্চিত জীবন। ছবি : মাহবুব আলম
-
চিরচেনা ভিটে মাটি ছেড়ে আসা এ রোহিঙ্গা নারীর কান্নাই বলে দিচ্ছে- সব হারানোর শোক তিনি আর বইতে পারছেন না। ছবি : মাহবুব আলম