রোহিঙ্গাদের কষ্টের পথ যেন ফুরায় না!
নিজ দেশ ছেড়ে আজ রোহিঙ্গারা বাংলাদেশে পরবাসী। তাদের দেশের সেনাবাহিনীর জীবনঘাতী আক্রমণের শিকার হয়ে কোনো রকমের প্রাণ নিয়ে দীর্ঘপথ পাড়ি দিয়ে বাংলাদেশে ছুটে এসেছেন তারা। এবারের অ্যালবামে থাকছে রোহিঙ্গাদের ছবি।
-
সাগরের উত্তাল ঢেউ পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয়ের সন্ধানে এসেছে এই রোহিঙ্গা পরিবারটি। জীবন বাঁচানোর যাত্রাপথ কিছুতেই যেন ফুরায় না। ছবি : মাহবুব আলম
-
হয়তো জীবনের শেষ সম্বলটুকু নিয়ে এসেছেন এই রোহিঙ্গারা। পেছনে ফেলে এসেছেন এক জীবনের সব সঞ্চয়। ছবি : মাহবুব আলম
-
খুদার জ্বালা মেটাতে কাঁচা কলা খাচ্ছে এই রোহিঙ্গা শিশুটি। ছবি : মাহবুব আলম
-
নাড়ি ছেঁড়া ধন বুকে আগলে রেখে জীবন বাঁচাতে পেরেছেন এই রোহিঙ্গা নারী। এখন তিনি দুচোখে ভবিষ্যৎ অন্ধকার দেখছেন। ছবি : মাহবুব আলম
-
ফেলে আসা সজনের খোঁজ খবর নিচ্ছেন তিনি। দুশ্চিন্তা, উৎকণ্ঠা নিয়ে বাংলাদেশে পাড়ি জমিয়েছেন এই রোহিঙ্গা পুরুষটি। ছবি : মাহবুব আলম
-
মানুষ যদি মানুষের জন্য হয় তাহলে এভাবে মানুষকে মানুষ ভিটে মাটি ছাড়া করে কিভাবে? বিশ্ব বিবেকের কাছে এই রোহিঙ্গা শিশুর প্রশ্ন! ছবি : মাহবুব আলম
-
জীবন বাঁচাতে প্রাণান্তকর চেষ্টা এই রোহিঙ্গা পরিবারটির। অভুক্ত মানুষগুলো একটুকরো রুটি কলা খেয়ে ক্ষুধা নিবারণের চেষ্টা করছেন। ছবি : মাহবুব আলম
-
পথে পথে এভাবে আশ্রয় হয়েছে অনেক রোহিঙ্গার। তাদের মনে একটাই প্রশ্ন নিজ দেশে ফিরে যেতে পারবেন কী! ছবি : মাহবুব আলম