রোহিঙ্গা নির্যাতনে প্রতিবাদমুখর বাংলাদেশ
মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দেশটির সেনাবাহিনীর চালানো নির্যাতনের প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। এবারের অ্যালবামে থাকছে প্রতিবাদমুখর রাজধানীর ছবি।
-
‘জগতে শত্রুতার দ্বারা শত্রুতার নিরসন হয় না।’ গৌতম বুদ্ধের এই বাণী নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে রোহিঙ্গাদের নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন করছে বাংলাদেশ সম্মিলিত বৌদ্ধ সমাজ। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ভিন্নমাত্রার প্রতিবাদ জানাতে এসেছে মাতুয়াইলের এই যুবক। রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ-ই তার একমাত্র দাবি। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
‘নির্যাতিত রোহিঙ্গাদের বাঁচাতে সকলে এগিয়ে আসুন।’-লেখা ব্যানার নিয়ে বাংলাদেশ ইউনাইটেড বুড্ডিস্ট ফোরাম। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
‘স্টপ কিলিং’ নারীদের ভাষাহীন তীব্র প্রতিবাদ। সবার একটাই দাবি মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতন এখনই বন্ধ করতে হবে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছে ‘নতুন ধারা বাংলাদেশ’। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
রোহিঙ্গাদের উপর জুলুম নির্যাতন বাংলাদেশের বৌদ্ধরাও মেনে নিতে পারছে না। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দেশটির সেনাবাহিনীর চালানো নির্যাতনের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠেছে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক। মানববন্ধন করছে সুজন (সুশাসনের জন্য নাগরিক)। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
রোহিঙ্গাদের অসহায় বিপন্ন দৃশ্যের ব্যনার নিয়ে প্রতিবাদী মানুষগুলো মানববন্ধন করছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
রোহিঙ্গাদের নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন করছে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
মানবতার জয়গান নিয়ে মানববন্ধন করছে বাংলাদেশ পেশাজীবী পরিষদ। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
শ্রীকৃষ্ণ সেবা সংঘ মায়ানমারের রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
শনিবার বিভিন্ন শ্রেণি পেশার হাফ ডজনেরও বেশি সংগঠন সড়কটিতে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গা জনগাষ্ঠীর ওপর গণহত্যা ও নির্যাতন চলছে। মূলত রাষ্ট্রীয় উদ্যোগেই সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনা অভিযানের নামে এ হত্যা-নির্যাতনের ঘটনা চলছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ