বন্যার্তদের সীমাহীন দুর্ভোগ
লালমনিরহাট জেলার ৫টি উপজেলা থেকে বন্যার পানি ধীরে ধীরে সরে যাচ্ছে। কিন্তু সীমাহীন কষ্ট ও দুর্ভোগের মধ্যে পড়েছেন এ অঞ্চলের বানবাসী মানুষ।
-
বন্যার পানি নামতে শুরু করেছে। বন্যার পানিতে ঘরের ভিটার মাটি গলে ঘর ভেঙ্গে পড়েছে। সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছে লালমনিরহাট জেলার বানবাসী মানুষ। ছবি : রবিউল হাসান
-
বন্যার পানির প্রবল স্রোতে অনেক জায়গার রাস্তা-ঘাট এভাবে ভেঙ্গে নদীর মত হয়ে গেছে। ভাঙ্গা রাস্তার স্থানে সাঁকো নির্মাণ করছেন এলাকাবাসী। ছবি : রবিউল হাসান
-
বন্যার্ত এই নারী খোল আকাশের নীচে রান্নার প্রস্তুতি নিচ্ছেন। বন্যায় সব হারিয়ে তিনি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছেন। ছবি : রবিউল হাসান
-
বন্যায় সম্পূর্ণভাবে ২৫০টি পরিবারের বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ২ হাজার ৬৫০টি। ছবি : রবিউল হাসান
-
হাতীবান্ধার গড্ডিমারী ইউনিয়নের শাহ্ আলম (৩৫) এর বাড়ি ভিটেসহ নদীতে বিলীন হলে থাকার জায়গা না পেয়ে পাকারাস্তার উপর টিনের চালা পেতে থাকার চেষ্টা করছেন। ছবি : রবিউল হাসান