দিবস কি দিয়েছে নারীর ন্যায্য অধিকার?
১৮৫৭ সালে সুতা কারখানার একদল নারী শ্রমিক শ্রমঘণ্টা, কাজের অমানবিক পরিবেশ ও অন্যান্য দাবি আদায়ে নিউইয়র্কের রাস্তায় নামেন। সেই মিছিলে লাঠিচার্জ করে পুলিশ। এরপরই সূচনা হয় নারী দিবসের ।
-
তবে এই নারী দিবস কি আজও এনে দিতে পেরেছে সম্মান আর সম অধিকার? ৮ মার্চ এলেই মহা আয়োজনে পালন করা হয় নারী দিবস। কিন্তু পরক্ষণেই সবাই ভুলে যায় নারীদের ন্যায্য পাওনা দেওয়ার কথা। ছবি: মাহবুব আলম
-
নারী দিবসের এবারের প্রতিপাদ্য ছিল ‘নারীর সম-অধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’। ছবি: মাহবুব আলম
-
আমাদের চারপাশের অবস্থার পরিপ্রেক্ষিতে বলা যায় এসব প্রতিপাদ্য শুধুমাত্র কথায় আর কিছু শব্দের মধ্যেই সীমাবদ্ধ। ছবি: মাহবুব আলম
-
৮ মার্চ সাভারের আমিন বাজারে গিয়ে দেখা যায়, প্রখর রোদে কয়লা আনা-নেওয়া করছেন নারী শ্রমিকরা। ৯ টুকরি কয়লা নামালে তারা পাচ্ছেন মাত্র ২০ টাকা। ছবি: মাহবুব আলম
-
অন্যদিকে গাবতলির একটি ইটভাটায় দেখা গেছে এক হাজার ইট নামানোর জন্য নারী শ্রমিকরা পাচ্ছেন ১৬০ টাকা। ছবি: মাহবুব আলম
-
নারীদের কাজের সঠিক মূল্যায়নের জন্য আর কত দিবস পার করতে হবে তা সবারই অজানা। ছবি: মাহবুব আলম
-
তাই আলাদা করে নারী দিবস পালন নয়, নারীর সম্মান, ন্যায্য অধিকার, স্বাধীনতা নিশ্চিত করাই হোক আমাদের মূল লক্ষ্যে। ছবি: মাহবুব আলম